লেবু দিয়ে কয়েকটি টোটকা যা জীবনে অর্থের অভাব আসতে দেবে না

বাড়িতে লেবু গাছ থাকা অত্যন্ত কার্যকর বলে মনে করা হয়। যে বাড়িতে লেবু গাছ থাকে, সেই বাড়ির পরিবেশ ইতিবাচক শক্তিতে ভরে থাকে এবং নেতিবাচক শক্তি চট করে প্রবেশ করতে পারে না।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৭ জুন ২০১৯ ০০:০০
Share:

বাস্তু দোষ দূর করে লেবু

Advertisement

বাড়িতে লেবু গাছ থাকা অত্যন্ত কার্যকর বলে মনে করা হয়। যে বাড়িতে লেবু গাছ থাকে, সেই বাড়ির পরিবেশ ইতিবাচক শক্তিতে ভরে থাকে এবং নেতিবাচক শক্তি চট করে প্রবেশ করতে পারে না। বাড়ির বাস্তু দোষ কাটানোর জন্য একটি লেবু নিন এবং তা বাড়ির চারিদিকে সাত বার ঘোরান, তারপর দূরে কোথাও নিয়ে গিয়ে যেখানে মানুষের যাতায়াত কম, সে রকম কোথাও সেই লেবুটি চার টুকরো করে চার দিকে ফেলে দিন এবং পেছনে না তাকিয়ে বাড়ি ফিরে আসুন।

জীবনে সফল হওয়ার জন্য লেবু

Advertisement

জীবনে সাফল্য পাওয়ার জন্য একটি লেবু ও চারটি লবঙ্গ নিয়ে হনুমান মন্দিরে যান। তারপর সেই লেবুর ওপর চারটি লবঙ্গ বসিয়ে দিয়ে হনুমানজির সামনে রেখে হনুমান চালিশা পাঠ করুন এবং সেই লেবু নিয়ে যে কোনও কাজ শুরু করুন। এতে সাফল্য আসবে।

নজর দোষ কাটাতে লেবু

যদি কারও নজর লাগে, বড় বা ছোট যাঁরই হোক, একটি লেবু নিয়ে নজর লাগা মানুষের মাথা থেকে পা পর্যন্ত সাত বার ঘুড়িয়ে নিয়ে যে কোনও নিরিবিলি জায়গায় লেবুটিকে চারটি টুকরো করে চার দিকে ফেলে দিন। এর ফলে নজর দোষ অনেকটা কেটে যাবে।

ব্যবসায় সাফল্য পেতে লেবু

যেখানে ব্যবসা করা হয়, সেই ঘরের চার দেওয়ালে একটি লেবু সাতবার করে ঠেকিয়ে নিন ও সেই লেবুটি চার টুকরো করে ঘরের চার কোণে রেখে দিন। এই নিয়ম পর পর সাতটা শনিবার করতে হবে। এর ফলে ব্যবসায় প্রচুর উন্নতি হবে।

চাকরি পাওয়ার জন্য লেবু

যাঁরা অনেক দিন ধরে চাকরির চেষ্টা করেও কোনও ফল পাচ্ছেন না, তাঁরা একটি লেবু নিন তারপর সেই লেবুটিকে চার রাস্তার মোড়ে গিয়ে চার টুকরো করে সেই চারটি টুকরো চার দিকে যত দূর সম্ভব ছুড়ে দিন। এতে চাকরি পাওয়া সম্ভব হতে পারে।

আরও পড়ুন: কপালের মাধ্যমে আয়ু বিচার

ভাগ্যের উন্নতি ও সমৃদ্ধির জন্য লেবু

যদি ভাগ্যের চাকা ঘোরাতে চান, তা হলে একটি লেবু নিয়ে নিজের কপালে ঠেকিয়ে লেবুটিকে দু-টুকরো করে ডান দিকের লেবু বাম দিকে এবং বাম দিকের লেবু ডান দিকে ছুড়ে ফেলে দিন, তবে এই কাজটি করতে যেন আপনাকে কেউ না দেখে। ভাগ্যের চমক বুঝতে পারবেন কিছু দিনের মধ্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement