ছবি: শাটারস্টক।
নিজস্ব বাসস্থান মানুষের মৌলিক চাহিদার একটি। প্রত্যেক মানুষের নিজের বাড়ি সম্বন্ধে নানা রকম আকাঙ্ক্ষা থাকে। প্রত্যেকের আকাঙ্ক্ষা বা চাহিদা স্বতন্ত্র। কিন্তু একটি বিষয়ে সকলের চাহিদা বা আকাঙ্ক্ষা একই— বাড়ি যেন শুভ হয়। এই শুভত্ব বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে যেমন বাড়িটি যেন বাস্তুশাস্ত্র মতে তৈরি হয় বা বাস্তু দোষ না থাকে।
জ্যোতিষ শাস্ত্র মতে গৃহ নির্মাণ শুরু করার সময় গ্রহের অবস্থানগত বিষয়ের উপর নজর বা গুরুত্ব দেওয়া প্রয়োজন। যেমন সূর্য বা রবির, চন্দ্রের, বৃহস্পতি এবং শুক্রের অবস্থানের উপর বিশেষ নজর বা গুরুত্ব দেওয়া প্রয়োজন।
রবি– রবি সৌরজগতের কেন্দ্র। গৃহ নির্মাণের সময় রবির অবস্থান গৃহের প্রধানের উপর প্রভাব ফেলে। গৃহ নির্মাণ শুরুর সময় রবি দুর্বল অবস্থায় বা দুর্বল ভাবে অবস্থান করলে গৃহ প্রধানের শরীর এবং উন্নতির উপর প্রভাব ফেলে। নির্মাণ কার্য শুরুর সময় রবির চতুর্থ, অষ্টম এবং দ্বাদশ রাশিতে অবস্থান এবং নীচ রাশিতে (তুলা রাশিতে) অবস্থান অশুভ।
চন্দ্র– চন্দ্র গৃহের গৃহিণীর উপর প্রভাব ফেলে। নির্মাণ কালে যেন চন্দ্র নীচ রাশিতে (বৃশ্চিকে) অবস্থান না করে। সূর্যের সহিত সম ডিগ্রিতে অবস্থানের অর্থ অমাবস্যা তিথি। অমাবস্যা তিথিতে চন্দ্র দুর্বল থাকে। দুর্বল বা নীচস্ত চন্দ্রের সময় গৃহ নির্মাণ শুরু করলে গৃহিণীর শরীরের উপর কুপ্রভাব ফেলে।
আরও পড়ুন: শনির সাড়েসাতি কি শুধুই ভয়ঙ্কর বা অশুভ ফল প্রদান করে?
বৃহস্পতি– বৃহস্পতি সন্তানের কারক। গৃহ নির্মাণকালে লক্ষ্য রাখা প্রয়োজন বৃহস্পতি যেন নীচ রাশিতে (মকরে) অবস্থান না করে বা রবির (সূর্যের) সঙ্গে এক রাশিতে অবস্থান না করে। দুর্বল বা নীচস্ত বৃহস্পতির কালে নির্মাণ শুরু করা বা নির্মিত গৃহে অবস্থান করলে সন্তানের স্বাস্থ্যের এবং পড়াশোনার উপর কুপ্রভাব পরে।
শুক্র– শুক্র সম্পদের কারক। নির্মাণ শুরুর কালে বিশেষ সচেতন হওয়া প্রয়োজন। শুক্র যেন নীচস্ত রাশি (কন্যা)-তে অবস্থান না করে এবং সূর্যের সঙ্গে এক রাশিতে বা সূর্যের খুব কাছে অবস্থান না করে। নীচস্ত বা দুর্বল শুক্রের অবস্থান কালে নির্মিত বা নির্মাণ কার্য শুরু করা গৃহে বসবাসে গৃহ কর্তার এবং গৃহে বসবাসকারী সদস্যদের সম্পদ এবং আয়ের উপর কুপ্রভাব পড়ে।
নির্মাণ কার্য শুরুর কালে গোচরে গ্রহের অবস্থান (গৃহকর্তার জন্মরাশির সাপেক্ষে) বিশ্লেষণ প্রয়োজন।