প্রতীকী চিত্র।
জ্যৈষ্ঠ মাসের শুক্ল চতুর্থী তিথিতে উমা চতুর্থী ব্রত পালন করা হয়। চতুর্থী তিথির অধিষ্ঠাতা দেবতা বা অধিদেবতা গৌরীপুত্র শ্রীগণেশ। উমা চতুর্থী ব্রত সাধারণত মহিলাদের ব্রত। পূর্ব ভারতের বিবাহিত বা অবিবাহিত মহিলারা এই ব্রত পালন করেন। সারা দিন উপবাস থেকে সন্ধ্যায় দেবী উমার (গৌরী) পূজা করে উপবাস ভঙ্গ করা এই ব্রতের রীতি। শাস্ত্রমতে এই ব্রত পালনে মহিলাদের স্বামী সুখ এবং সুখী বিবাহিত জীবন লাভ হয়। আগামী ১৪ জুন, বাংলার ৩০ জ্যৈষ্ঠ সোমবার উমা চতুর্থী ব্রত।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে—
চতুর্থী তিথি আরম্ভ–
বাংলা– ২৯ জ্যৈষ্ঠ, রবিবার।
ইংরেজি– ১৩ জুন, রবিবার।
সময়– রাত ৯টা ৪২ মিনিট।
চতুর্থী তিথি শেষ–
বাংলা– ৩০ জ্যৈষ্ঠ, সোমবার।
ইংরেজি– ১৪ জুন, সোমবার।
সময়– রাত ১০টা ৩৫ মিনিট।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে–
চতুর্থী তিথি আরম্ভ–
বাংলা– ২৯ জ্যৈষ্ঠ, রবিবার।
ইংরেজি– ১৩ জুন, রবিবার।
সময়– সন্ধ্যা ৭টা ২২ মিনিট ০১ সেকেন্ড।
চতুর্থী তিথি শেষ–
বাংলা– ৩০ জ্যৈষ্ঠ, সোমবার।
ইংরেজি– ১৪ জুন সোমবার।
সময়– সন্ধ্যা ৭টা ৪৩ মিনিট ৪১ সেকেন্ড।
শ্রী শ্রী উমা চতুর্থী ব্রতম ও পাষাণ চতুর্থী ব্রতম।