ফাইল চিত্র।
আগামী ৯ আষাঢ় বৃহস্পতিবার দেবস্নানা পূর্ণিমা। দেবস্নানা পূর্ণিমা তিথিতেই পালিত হয় মহাপ্রভু জগন্নাথদেবের স্নানের উৎসব স্নানযাত্রা। এই দিন জগন্নাথদেবের জন্মতিথি। স্নানযাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের খুবই পবিত্র উৎসব। স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং মদনমোহনের বিগ্রহ শোভাযাত্রা সহকারে গর্ভগৃহ থেকে স্নানবেদীতে আনা হয় এবং ভক্তদের দর্শনের অনুমতি দেওয়া হয়।
স্নানযাত্রার দিন কূপের জল মন্ত্র দ্বারা শুদ্ধ করে ১০৮ কলস জলে বিগ্রহ স্নান করানো হয়। স্নানপর্বের পর গজবেশে সাজানো হয়। এই উৎসব কালে জগন্নাথ দর্শন করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায়। স্নানযাত্রার পর শুরু হয় অনসর। এই অনসরকালে জগন্নাথদেব অসুস্থতার কারণে ভক্তগণের অন্তরালে গোপন স্থানে চিকিৎসাধীন থাকেন।
স্কন্দপুরাণ মতে পুরীর মন্দির প্রতিষ্ঠার পর রাজা ইন্দ্রদ্যুম্ন এই অনুষ্ঠান প্রচলন করেন। আগামী ২৪ জুন, ৯ আষাঢ়, বৃহস্পতিবার দেবস্নানা পূর্ণিমা, স্নানযাত্রা।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে–
পূর্ণিমা তিথি আরম্ভ–
বাংলা– ৮ আষাঢ়, বুধবার।
ইংরেজি– ২৩ জুন, বুধবার।
সময়– রাত ৩টে ৩৪ মিনিট।
পূর্ণিমা তিথি শেষ–
বাংলা– ৯ আষাঢ়, বৃহস্পতিবার।
ইংরেজি– ২৪ জুন, বৃহস্পতিবার।
সময়– রাত ১২টা ১০ মিনিট।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে–
পূর্ণিমা তিথি আরম্ভ–
বাংলা– ৮ আষাঢ়, বুধবার।
ইংরেজি– ২৩ জুন, বুধবার।
সময়– রাত ২টো ৪২ মিনিট ২৭ সেকেন্ড।
পূর্ণিমা তিথি শেষ–
বাংলা– ৯ আষাঢ়, বৃহস্পতিবার।
ইংরেজি– ২৪ জুন, বৃহস্পতিবার।
সময়– রাত ১২টা ২৪ মিনিট ০১ সেকেন্ড।