kalipuja

Phalaharini Kali Puja 2022: রবিবার ফলহারিণী কালী পূজা, জেনে নিন নির্ঘণ্ট

ফলহারিণী অর্থাৎ ফল হরণকারী, অশুভ ফল হরণকারী। সমস্ত দেব-দেবীর পূজা, আরাধনায় কিছু না কিছু শুভ ফল লাভ হয় এবং কিছু না কিছু অশুভত্ব নাশ হয়।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ২৮ মে ২০২২ ০৮:১৩
Share:

প্রতীকী চিত্র।

ফলহারিণী অর্থাৎ ফল হরণকারী, অশুভ ফল হরণকারী। সমস্ত দেব-দেবীর পূজা, আরাধনায় কিছু না কিছু শুভ ফল লাভ হয় এবং কিছু না কিছু অশুভত্ব নাশ হয়। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে শ্রীরামকৃষ্ণ শ্রীমা সারদাকে দশ মহাবিদ্যার অন্যতম দেবী ষোড়শী রূপে পূজা করেছিলেন। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিতা হন 'ফলহারিণী কালী' নামে। বিশ্বাস, এই তিথিতে দেবীর পূজা-আরাধনায় অশুভ কর্মফল নাশ হয় এবং শুভ ফল প্রাপ্ত হয়।

Advertisement

আগামী ২৯ মে, ১৪ জ্যৈষ্ঠ, রবিবার শ্রী শ্রী ফলহারিণী কালী পূজা।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে

Advertisement

অমাবস্যা তিথি আরম্ভ -

বঙ্গাব্দ – ১৪ জ্যৈষ্ঠ, রবিবার।

খ্রিস্টাব্দ – ২৯ মে, রবিবার।

সময় – দিবা ২টো ৫৭ মিনিট।

অমাবস্যা তিথি শেষ -

বঙ্গাব্দ – ১৫ জ্যৈষ্ঠ , সোমবার।

খ্রিস্টাব্দ – ৩০ মে, সোমবার।

সময় – অপরাহ্ণ ৫টা।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে

অমাবস্যা তিথি আরম্ভ -

বঙ্গাব্দ – ১৪ জ্যৈষ্ঠ, রবিবার।

খ্রিস্টাব্দ – ২৯ মে, রবিবার।

সময় – দিবা ২টো ২৫ মিনিট, ১৭ সেকেন্ড।

অমাবস্যা তিথি শেষ -

বাংলার – ১৫ জ্যৈষ্ঠ , সোমবার।

খ্রিস্টাব্দ – ৩০ মে, সোমবার।

সময় – ৩টে , ৪৮ মিনিট, ২৬ সেকেন্ড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement