প্রতীকী চিত্র।
জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে মা কালীকে ফলদান করলে ফল প্রাপ্তি হয়। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা ফলহারিণী অমাবস্যা। শাস্ত্রমতে ফলহারিণী কালীপূজা কর্মফল হরণ করে যোগফল প্রদান করে। ফলহারিণী কালীপূজা করলে অর্থভাগ্য, কর্ম, বিদ্যা, দাম্পত্য এবং প্রেম প্রণয়ের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্ত হয়।
এই তিথিতে শ্রীরামকৃষ্ণ শ্রীমা সারদাকে ষোড়শী রূপে পূজা করেছিলেন। আগামী ২৫ জ্যৈষ্ঠ, ৯ জুন বুধবার শ্রী শ্রী ফলহারিণী কালীপূজা।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে—
অমাবস্যা তিথি আরম্ভ–
বাংলা- ২৫ জ্যৈষ্ঠ, বুধবার।
ইংরেজি– ৯ জুন, বুধবার।
সময়– দুপুর ২টো।
অমাবস্যা তিথি শেষ–
বাংলা– ২৬ জ্যৈষ্ঠ, বৃহস্পতিবার।
ইংরেজি– ১০ জুন, বৃহস্পতিবার।
সময়– বিকেল ৪টে ২৩ মিনিট।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে—
অমাবস্যা তিথি আরম্ভ–
বাংলা– ২৫ জ্যৈষ্ঠ, বুধবার।
ইংরেজি– ৯ জুন, বুধবার।
সময়– দুপুর ১টা ৩২ মিনিট ২১ সেকেন্ড।
অমাবস্যা তিথি শেষ–
বাংলা– ২৬ জ্যৈষ্ঠ, বৃহস্পতিবার।
ইংরেজি– ১০ জুন, বৃহস্পতিবার।
সময়– দুপুর ৩টে ২৮ মিনিট ১১ সেকেন্ড।