ফলহারিণী কালীপূজার নির্ঘণ্ট ও সময়সূচি

জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালীপূজা অনুষ্ঠিত হয়। মা ব্রহ্মময়ী কালী একদিকে যেমন সৃষ্টি, স্থিতি ও সংহার করছেন, তেমনই তিনি সমস্ত কিছু শক্তি, জ্ঞান, ইচ্ছা ও কর্মশক্তিরূপে বিরাজিতা।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০২ জুন ২০১৯ ০০:২৭
Share:

জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালীপূজা অনুষ্ঠিত হয়। মা ব্রহ্মময়ী কালী একদিকে যেমন সৃষ্টি, স্থিতি ও সংহার করছেন, তেমনই তিনি সমস্ত কিছু শক্তি, জ্ঞান, ইচ্ছা ও কর্মশক্তিরূপে বিরাজিতা। অপর দিকে তিনিই জীবের কর্মফল অনুসারে ফল প্রদান করছেন। এই মাতৃরূপা মহাশক্তি তার নিজের মধ্যে সমস্ত কর্মফলকে ধারণ করেন। তিনি প্রসন্না হলে জীবের দুঃখ ও দুর্দশা থেকে মুক্তি মেলে। শারীরিক, মানসিক, নৈতিক ও আধ্যাত্মিক শক্তি লাভ হয়।

Advertisement

এখন দেখে নেওয়া যাক ১৪২৬ সনের ফলহারিণী কালী পূজার নির্ঘণ্ট ও সময়সূচি( বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস পঞ্জিকা) মতে:

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে:

Advertisement

অমাবস্যা আরম্ভ:

আরও পড়ুন: পরিবারে মতের অমিল? বাড়িতে এই সমস্যা নেই তো?

বাংলা তারিখ: ১৮ জ্যৈষ্ঠ, ১৪২৬ রবিবার।

ইং তারিখ: ২/৬/২০১৯।

সময়: বিকেল ঘ ০৪/৪০ মিনিট থেকে।

অমাবস্যা শেষ:

বাংলা তারিখ: ১৯ জ্যৈষ্ঠ, ১৪২৬ সোমবার।

ইং তারিখ: ৩/৬/২০১৯।

সময়: দুপুর ঘ ০৩/৩২ মিনিট পর্যন্ত।

অমাবস্যা উপবাস:

বাংলা তারিখ: ১৯ জ্যৈষ্ঠ, ১৪২৬ সোমবার।

ইং তারিখ: ৩/৬/২০১৯।

সময়: দুপুর ঘ ০৩/৩২ মিনিট পর্যন্ত।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:

অমাবস্যা আরম্ভ:

বাংলা তারিখ: ১৮ জ্যৈষ্ঠ, ১৪২৬ রবিবার।

ইং তারিখ: ২/৬/২০১৯।

সময়: বিকেল ঘ ০৪/১৫ মিনিট থেকে।

অমাবস্যা শেষ:

বাংলা তারিখ: ১৯ জ্যৈষ্ঠ, ১৪২৬ সোমবার।

ইং তারিখ: ৩/৬/২০১৯।

সময়: দুপুর ঘ ০৩/৪২ মিনিট পর্যন্ত।

অমাবস্যা উপবাস:

বাংলা তারিখ: ১৯ জ্যৈষ্ঠ, ১৪২৬ সোমবার।

ইং তারিখ: ৩/৬/২০১৯।

সময়: দুপুর ঘ ০৩/৪২ মিনিট পর্যন্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement