কোজাগরী পূর্ণিমায় বঙ্গদেশের অতি পরিচিত ও সর্বজনবিদিত যে উৎসব পালিত হয় তা কোজাগরী লক্ষ্মীমাতার পূজা। এই পূর্ণিমায় সারা রাত ধরে মায়ের আরাধনা করলে মা সন্তুষ্ট হন। কথিত আছে, ‘কে জাগো রে’ এই কথাটির সূত্র ধরে এই লক্ষ্মীপুজো কোজাগরী নামে খ্যাত। বর্তমান বছরে, ৬ কার্তিক, মঙ্গলবার ইং ২৩ অক্টোবর রাত ১০টা ৩৭ মিনিটের পর পূর্ণিমা শুরু হবে। পূর্ণিমার নিশিপালন। লক্ষ্মীপুজোর আরাধনার নিয়ম ও বিধি সবারই প্রায় জানা। বাঙালির প্রতি ঘরেই যে যেমন ভাবেই পারুক না কেন, মা লক্ষ্মীর পুজো করে থাকেন। লক্ষ্মীর আরাধনার আগে নারায়ণের আরাধনা করতে হবে।
এখন দেখে নেওয়া যাক বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস পঞ্জিকা মতে কোজাগরী পূর্ণিমার নির্ঘণ্ট ও সময়সূচি-
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে-
৭ কার্তিক (ভাঃ ২ কার্তিক), ২৪ অক্টোবর, ২০১৮, বুধবার-
পূর্ণিমা রাত্রি ঘ ১০/১৫। শ্রীশ্রীসত্যনারায়ণ ব্রতম ও শ্রীশ্রীকোজাগরী লক্ষ্মীপূজা। রাত্রৌ কোজাগরী কৃত্যম্।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে-
৭ কার্তিক (ভাঃ ২ কার্তিক), ২৪ অক্টোবর, ২০১৮, বুধবার-
পূর্ণিমা রাত্রি ঘ ১০/১৫। শ্রীশ্রীসত্যনারায়ণ ব্রতম ও শ্রীশ্রীকোজাগরী লক্ষ্মীপূজা। রাত্রৌ কোজাগরী কৃত্যম্।