জামাইষষ্ঠীর নির্ঘণ্ট ও সময়সূচি

জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীতে বিবাহিত মেয়ে ও জামাইকে কেন্দ্র করে যে পারিবারিক উৎসব পালন করা হয়, তার নাম জামাইষষ্ঠী। এই উৎসবটি বাঙালি হিন্দু সমাজে বিশেষভাবে প্রচলিত।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০৭ জুন ২০১৯ ০২:০৩
Share:

কার্টুন: দেবাশিষ দেব।

জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীতে বিবাহিত মেয়ে ও জামাইকে কেন্দ্র করে যে পারিবারিক উৎসব পালন করা হয়, তার নাম জামাইষষ্ঠী। এই উৎসবটি বাঙালি হিন্দু সমাজে বিশেষভাবে প্রচলিত। কন্যার বিবাহের মাধ্যমে একটি পরিবারের সঙ্গে আর একটি পরিবারের যে সম্পর্ক স্থাপন করা হয়, সেই সম্পর্ককে সুদৃঢ় করাই এই জামাইষষ্ঠী পালনের উদ্দেশ্য। এই দিন শ্বাশুড়িমা মেয়ে-জামাইকে নিমন্ত্রণ করেন। সঙ্গে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবকেও আহ্বান করেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। সবাই অন্তরঙ্গ ভাবে, মিলেমিশে মহাসমারোহে যার যার সাধ্য অনুসারে এই ধর্মীয় তথা সামাজিক উৎসব পালন করে থাকেন।

Advertisement

এখন দেখে নেওয়া যাক ১৪২৬ সনের জামাইষষ্ঠীর সময়সূচি ও নির্ঘণ্ট:

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে:

Advertisement

ষষ্ঠী তিথির শুরু:

বাংলা তারিখ: ২৪ জ্যৈষ্ঠ ১৪২৬, শনিবার।

ইং তারিখ: ৮/৬/২০১৯।

সময়: সকাল ঘ ৫টা ১৭ মিনিট থেকে ষষ্ঠি।

ষষ্ঠী তিথির শেষ:

বাংলা তারিখ: ২৪ জ্যৈষ্ঠ ১৪২৬, শনিবার।

ইং তারিখ: ৯/৬/২০১৯।

সময়: রাত্রি ঘ ২টো ৫৫ মিনিট পর্যন্ত।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:

ষষ্ঠী তিথির শুরু:

বাংলা তারিখ: ২৪ জ্যৈষ্ঠ ১৪২৬, শনিবার।

ইং তারিখ: ৮/৬/২০১৯।

সময়: সকাল ঘ ৭টা ৬ মিনিট থেকে ষষ্ঠী।

আরও পড়ুন : জ্যৈষ্ঠ মাসের জাতকের বিবাহিত জীবন, স্বাস্থ্য ও ভাগ্য কেমন হয়

ষষ্ঠী তিথির শেষ:

বাংলা তারিখ: ২৪ জ্যৈষ্ঠ ১৪২৬, শনিবার।

ইং তারিখ: ৯/৬/২০১৯।

সময়: রাত্রিশেষ ঘ ৪টো ৪১ মিনিট পর্যন্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement