আগামী ১৬ নভেম্বর, সোমবার, শুভ ভ্রাতৃদ্বিতীয়া

ভাইয়ের দীর্ঘ পরমায়ু কামনার উদ্দেশ্যে এবং ভাই  বোনের প্রীতির সম্পর্ক দৃঢ় করা রীতি ভ্রাতৃদ্বিতীয়া।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২০ ০০:০৪
Share:

‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা।

Advertisement

যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা।

যম যেমন হয় চিরজীবী, তেমন আমার ভাই যেন হয় চিরজীবী।’

Advertisement

ভাইয়ের দীর্ঘ পরমায়ু কামনার উদ্দেশ্যে এবং ভাই বোনের প্রীতির সম্পর্ক দৃঢ় করা রীতি ভ্রাতৃদ্বিতীয়া। ভাইয়ের কপালে বোনের ফোঁটা, ধান দূর্বা-সহ শ্রদ্ধা এবং আশীর্বাদ বিনিময়, মিষ্টি মুখ এবং উপহার বিনিময়ের মধ্যে দিয়ে ভাই এবং বোন উভয়েরই দীর্ঘ আয়ু এবং মঙ্গল কামনাই এই উৎসবের মূল উদ্দেশ্য।

কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ এক দৈত্য বধের পর, বোন সুভদ্রা কৃষ্ণের কপালে জয়তিলক (ফোঁটা) পরিয়ে মিষ্টি খেতে দেন। সেই থেকেই ভাইফোঁটার প্রচলন। এই ব্যাপারে অবশ্য অন্যান্য মতও প্রচলিত আছে।

আগামী ১৬ নভেম্বর (৩০ কার্তিক) সোমবার ভ্রাতৃদ্বিতীয়া।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে–

দ্বিতীয়া তিথি শুরু-

বাংলা তারিখ: ৩০ কার্তিক, সোমবার, ১৪২৭।

ইংরেজি তারিখ: ১৬ নভেম্বর, সোমবার, ২০২০।

সময়: সকাল ৭টা ৪ মিনিট।

দ্বিতীয়া তিথি শেষ–

বাংলা তারিখ: ১ অগ্রহায়ণ, মঙ্গলবার, ১৪২৭।

ইংরেজি তারিখ: ১৭ নভেম্বর, মঙ্গলবার, ২০২০।

সময়: ভোর ৩টে ৫৭ মিনিট।

আরও পড়ুন: ভাগ্যের বিপর্যয় বার বার আসছে? এই মন্ত্র প্রতিনিয়ত পাঠের মাধ্যমে ভাগ্যের বিপর্যয় কাটিয়ে উঠুন

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে–

দ্বিতীয়া তিথি শুরু-

বাংলা তারিখ: ৩০ কার্ত্তিক, সোমবার, ১৪২৭।

ইংরেজি তারিখ: ১৬ নভেম্বর, সোমবার, ২০২০।

সময়– সকাল ৯টা ৩ মিনিট ৪ সেকেন্ড।

দ্বিতীয়া তিথি শেষ–

বাংলা তারিখ: ১ অগ্রহায়ণ, মঙ্গলবার, ১৪২৭।

ইংরেজি তারিখ: ১৭ নভেম্বর, মঙ্গলবার, ২০২০।

সময়: সকাল ৬টা ৫৪ মিনিট ৫০ সেকেন্ড।

১৬ নভেম্বর (৩০ কার্তিক) সোমবার ভ্রাতৃদ্বিতীয়া।

৩০ কার্তিক সোমবার শাস্ত্রমতে সকাল ৯টা ০৩ মিনিট ০৭ সেকেন্ডের মধ্যে শ্রী শ্রী বলিদৈত্যরাজ পূজা, গোস্বামী মতে শ্রী শ্রী গোবর্ধন পূজা এবং গোপূজা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement