Vastu Tips for Kitchen

বাস্তুদোষ এড়াতে রান্নাঘরে তিনটে জিনিস কখনও উল্টো করে রাখতে নেই, সেগুলি কী কী?

এমন তিনটে জিনিস রয়েছে যা রান্নাঘরে কখনও উল্টো করে রাখতে নেই। এই জিনিসগুলো সব সময় সোজা করে রাখতে হয়। আর যদি এই জিনিস উল্টে রাখা হয়, তা হলে কী হয় জেনে নিন।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ১২:৫৪
Share:

—প্রতীকী ছবি।

রান্নাঘরে রান্না করার পর আমরা সব জিনিস নিজেদের মতো করে সাজিয়ে নিই। যেখানে যেটা রাখার প্রয়োজন, সেই ভাবে জিনিস রেখে দিই। কিন্তু বাস্তুশাস্ত্র মতে রান্নাঘরে কয়েকটি কাজ করা উচিত নয়। এই কাজগুলি করার ফলে বাস্তুদোষ সৃষ্টি হয়। এর ফলে আমাদের জীবনে নেমে আসে নানান ধরনের ঝঞ্ঝাট। বাস্তুদোষ থাকার ফলে কোনও কারণ ছাড়াই বাড়িতে ঝামেলা, অশান্তি শুরু হয়ে যায়। এমন তিনটে জিনিস রয়েছে যা রান্নাঘরে কখনও উল্টো করে রাখতে নেই। এই জিনিসগুলো সব সময় সোজা করে রাখতে হয়। আর যদি এই জিনিস উল্টে রাখা হয়, তা হলে কী হয় জেনে নিন।

Advertisement

প্রেশার কুকার:

প্রেশার কুকার ব্যবহার করার পর অনেকেই তা উল্টে রেখে দেন। এতে প্রচুর পরিমাণে বাস্তুদোষ সৃষ্টি হয়। এর ফলে বাড়িতে নানা ঝামেলা, ঝঞ্ঝাট হতে শুরু করে এবং আর্থিক কষ্টও দেখা দিতে পারে। তাই প্রেশার কুকার সোজা করে ঢাকনা আটকে রাখতে হবে।

Advertisement

রুটি করার তাওয়া:

আমরা অনেকেই তাওয়ায় রুটি করার পর সেটিকে উল্টে রেখে দি। এই কাজটা একেবারেই করতে নেই। কারণ, এর ফলে বাড়িতে দারিদ্র প্রবেশ করে। জীবনে আর্থিক সঙ্কট দেখা দেওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়।

কড়াই:

রান্নাঘরে কড়াই কখনওই উল্টো করে রাখতে নেই। এই কাজটি করলে দারিদ্র কখনওই পিছু ছাড়ে না। তাই রান্নার পর কড়াই সব সময় সোজা করে বা ঝুলিয়ে রাখাই শ্রেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement