বাড়িতে স্রেফ এই জিনিসগুলো রেখে দেখুন, সৌভাগ্যের দরজা খুলে যাবে

আমরা সকলেই চাই যে, সৌভাগ্য সবসময় আমাদের সঙ্গে থাকুক। আর এই সৌভাগ্যে ভরা জীবন উপভোগ করার জন্য আমরা নানাপ্রকার নিয়ম, টোটকার আশ্রয় নিয়ে থাকি।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৯ ০০:০০
Share:

আমরা সকলেই চাই যে, সৌভাগ্য সবসময় আমাদের সঙ্গে থাকুক। আর এই সৌভাগ্যে ভরা জীবন উপভোগ করার জন্য আমরা নানাপ্রকার নিয়ম, টোটকার আশ্রয় নিয়ে থাকি। কিন্তু অনেক সময় এত কিছু করা সত্ত্বেও কোনও ফল হয় না। তবে সঠিক ভাবে বাস্তু নিয়ম মেনে যদি ঘর সাজানো হয়, তা হলে ভাগ্য পরিবর্তন হবেই। এ বার দেখে নিই কোন জিনিসগুলো বাড়িতে রাখা ভাগ্যের জন্য শুভ।

Advertisement

১) বাড়িতে কচ্ছপ মূর্তি রাখলে বাড়ির সুখসমৃদ্ধি বৃদ্ধি পায় ও আর্থিক উন্নতি হয়। তবে কচ্ছপের মুখ অবশ্যই উত্তর দিক করে রাখতে হবে।

২) কচ্ছপ মূর্তির মুখ যদি ভেতরের দিকে ঢোকানো হয়, তা হলে তা বেশি কার্যকর হয়। তবে কখনওই কচ্ছপ মূর্তি জোড়ায় ঘরে রাখবেন না।

Advertisement

আরও পড়ুন: কর্কট রাশির জাতক-জাতিকাদের দুঃখ-কষ্ট নিবারণের উপায়

৩) মুখে পয়সা ধরে রাখা তিন পা যুক্ত ব্যাঙ ঘরে রাখা খুবই শুভ বলে মানা হয়। বাড়ির সদর দরজার উপরে বা আশেপাশে এই ব্যাঙের মূর্তি রাখতে হবে। তবে মনে রাখতে হবে এই ধরনের মূর্তি বাথরুমে বা রান্নাঘরে রাখা উচিত নয়।

৪) লিভিংরুমে সদর দরজার কোনাকুনি লাফিং বুদ্ধের একটি মূর্তি রাখুন। তা হলে বাড়িতে আর্থিক ও সার্বিক উন্নতি বৃদ্ধি হয়। তবে লাফিং বুদ্ধ কখনওই সদর দরজার সামনাসামনি রাখবেন না।

৫) বাড়ির সদর দরজায় লাল রিবনে পয়সা বেঁধে ঝুলিয়ে রাখলে সুখসমৃদ্ধি বৃদ্ধিতে সাহায্য করে। তিনটে পয়সা বেঁধে ঝোলালে বেশি কার্যকর হয়। পয়সাগুলি যেন ঘরের ভেতর দিকে থাকে।

৬) ঘরে মাছ রাখা অর্থাৎ অ্যাকোয়ারিয়াম রাখা খুব শুভ এবং সৌভাগ্য বৃদ্ধিতে সাহায্য করে। তবে মনে রাখবেন, বাড়িতে গোল্ডফিশ রাখা বেশি শুভ, কিন্তু তা যেন শোওয়ার ঘরে, রান্নাঘরে বা বাথরুমে না থাকে।

৭) জোড়া ড্রাগন মূর্তি বাড়িতে রাখলে তা সমৃদ্ধির প্রতীক, এই ধরনের ড্রাগন মূর্তি বাড়িতে ইতিবাচক এনার্জি বয়ে আনে। এই মূর্তি যে কোনও দিকে মুখ করেই রাখা যায়। তবে পূর্ব দিকে মুখ করে রাখলে বেশি ফল পাওয়া যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement