ব্যবসা ভাল হচ্ছে না? মেনে চলুন এগুলো

যদি নিজের দোকান হয় বা দোকানটি কিনে নেওয়া সম্ভব হয়, তা হলে সে ক্ষেত্রে নিয়মগুলি বিবেচনা করতে হবে।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৮ ০০:১৮
Share:

যে কোনও ব্যবসায় সমৃদ্ধি, মুনাফা ও উন্নতির জন্য বাস্তুশাস্ত্রের সিদ্ধান্ত ও নিয়ম মেনে চলা উচিত। এগুলি মেনে চললে সুফল পাওয়া যাবে। তা সে কোনও ব্যবসা, ভাড়ার দোকানঘর অথবা একটি বা একাধিক দোকানঘর তৈরি করাই হোক বা ব্যবসায়িক প্রতিষ্ঠান বা বাণিজ্যিক আবাসন গড়া হোক না কেন, বাস্তুশাস্ত্রের সিদ্ধান্ত নিন্মরূপ-

Advertisement

নিজ দোকান-

যদি নিজের দোকান হয় বা দোকানটি কিনে নেওয়া সম্ভব হয়, তা হলে সে ক্ষেত্রে নিয়মগুলি বিবেচনা করতে হবে।

Advertisement

১। দোকানঘরের দরজা উত্তর বা পূর্ব দিকে খোলা থাকবে। যদি সম্ভব হয় দক্ষিণ খোলা দোকান না নেওয়াই উচিত।

২। দক্ষিণ বা পশ্চিম দিকে শো-কেস রাখতে হবে। উত্তর-পূর্ব দিকে শো-কেস বসানো চলবে না। দক্ষিণ-পশ্চিম, দক্ষিণ বা পশ্চিম দিকে দোকানের মালপত্র জড়ো করে রাখতে হবে।

৩। দোকানের মালপত্র দোকানের দক্ষিণ-পশ্চিম, পশ্চিম অথবা দক্ষিণ দিকের তাকে রাখতে হবে।

৪। দোকানের মধ্যেই যদি চিলেকোঠা, চিলেঘর বা মেজানিন ফ্লোর তৈরি করতে হয়, তা হলে সেটি করতে হবে শুধু দক্ষিণ এবং পশ্চিম দিকে। পূর্ব বা উত্তর দিকে যেন কিছুতেই না করা হয়।

৫। দোকানের মধ্যে পুজোর জায়গা, ঠাকুরের ছবি বা মূর্তি উত্তর-পূর্ব কোণে রাখতে হবে। জায়গার অভাবে প্রয়োজনে ছোট শো-কেসে ঠাকুরের ছবি বা মূর্তি রাখা যেতে পারে।

৬। মালিক বা ম্যানেজার দক্ষিণ-পশ্চিম দিকে বসবেন, মুখ থাকবে উত্তর বা পূর্ব দিকে।

৭। টাকা, হিসাবপত্রের খাতা ইত্যাদি আলমারিতে এমন ভাবে রাখতে হবে যাতে তা খোলার সময় মুখ থাকে উত্তর অথবা পূর্ব দিকে।

৮। দোকানে জলের ব্যবস্থা যেন উত্তর-পূর্ব বা পূর্ব দিকে থাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement