Astrological Tips

পুরনো প্রেমের জন্য অবসাদে ভুগছেন? জ্যোতিষ মতে কোন টোটকা করে ফিরে পাবেন হারানো প্রেম?

পুরনো প্রেম ফিরিয়ে নিয়ে আসার জ্যোতিষশাস্ত্রে নানা উপায়ের কথা বলা আছে। সে রকম কিছু উপায়ের কথা জেনে নিন।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩ ১৫:০৪
Share:

পুরনো প্রেম ফিরিয়ে নিয়ে আসার জ্যোতিষশাস্ত্রে নানা উপায়ের কথা বলা আছে। প্রতীকী ছবি।

অধিকাংশ মানুষের জীবনেই হয়তো প্রেম এক বার না এক বার উঁকি দেয়। কিন্তু আবার কোনও কারণে তা হয়তো হারিয়েও যায়। তা সে গ্রহের কারণেই হোক বা বনাবনি না হোক। যে কোনও কারণেই হোক, নিজের খুব কাছের মানুষ যখন হারিয়ে যায়, তখন মনে অবসাদ এসেই যায়। অনেকে পুরনো প্রেম হারিয়ে হয়তো আবার নতুন করে বাঁচার পথ খুঁজে নেন, কিন্তু অনেকের ক্ষেত্রে পুরনো প্রেম হারিয়ে, আবার নতুন কোনও পথ খোঁজা অসম্ভব হয়ে পরে। সে ক্ষেত্রে পুরনো প্রেম ফিরিয়ে নিয়ে আসার জ্যোতিষশাস্ত্রে নানা উপায়ের কথা বলা আছে। সে রকম কিছু উপায়ের কথা আজ জানাব।

Advertisement

উপায়-

১) পুরনো প্রেম ফিরে পেতে চাইলে যে কোনও মন্দিরে লাল গোলাপ এবং চামেলির তেল অর্পণ করুন। এই ক্রিয়াটি করার সময়ে অবশ্যই সাদা পোশাক ধারণ করুন।

Advertisement

২) পুরনো প্রেম ফিরে পেতে চাইলে মা দুর্গাকে লাল ওড়না অর্পণ করুন।

৩) লাল পোশাক পরে ঠাকুরের সামনে বসে, ওম হিং নমঃ মন্ত্র ১০৮বার জপ করুন, দিনে দু’বার।

৪) রাধাকৃষ্ণের একত্রে ধ্যান করুন। এ ছাড়া রাধাকৃষ্ণের মন্দিরে বাঁশি এবং পান দান করুন। পুরনো প্রেম ফিরে পেতে চাইলে বেশ কিছুদিন এই ক্রিয়াটি করতে হবে।

৫) মা লক্ষ্মী এবং শ্রীবিষ্ণুর পুজো করুন একটানা তিন মাস। ওম লক্ষ্মী নারায়নায় নমঃ এই মন্ত্র জপ করতে হবে পুজো করার সময়ে।

৬) কাঁচা আলু বা কাঁচা যে কোনও সব্জিতে হলুদ মাখিয়ে লাল এবং কালো গরুকে খাওয়ান।

৭) এ ছাড়া, পুরনো প্রেম ফিরিয়ে আনতে, জন্মছকে পঞ্চম এবং সপ্তম স্থান শক্তিশালী করার উপায় করা অত্যন্ত জরুরি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement