Astrological Tips

বৃহস্পতি ও শুক্রবার কোন কাজ করলে বিপদ হতে পারে? জোতিষশাস্ত্র মতে সাবধান হবেন কী ভাবে?

জ্যোতিষ মতে, বিশেষ কিছু কাজ রয়েছে, বৃহস্পতি এবং শুক্রবারে যা করলে বিপদ ঘটতে পারে। তাই মেনে চলুন কয়েকটি নিয়ম।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৩ ১৮:৫০
Share:

বৃহস্পতি ও শুক্রবারে নজর রাখুন যেন, বাড়িতে কোনও কাচের জিনিস ভেঙে না যায়। প্রতীকী ছবি।

জ্যোতিষশাস্ত্রে সপ্তাহের প্রতিটি দিনের জন্য বিশেষ বিশেষ কিছু নিয়মের কথা বলা আছে। আবার বার অনুযায়ী, এমন কিছু নিয়ম আছে, যা একেবারেই করতে নেই, এতে বিপদ ঘটতে পারে। যেমন বৃহস্পতি এবং শুক্রবার কিছু কাজ রয়েছে, যা একেবারেই করতে নেই।

Advertisement

কোন নিয়মগুলি মেনে চলবেন?

১) সপ্তাহের এই দু’দিন কাউকে ছাতা কিনে দেবেন না বা ছাতা উপহার দেবেন না। এ ছাড়া, এই দিনগুলিতে নিজেও ছাতা বাড়ির ভিতরে খুলবেন না। ছাতা ব্যবহার করলে বাড়ির বাইরে খুলবেন এবং বাড়ির বাইরে বন্ধ করে তার পর ঘরের ভিতরে ঢুকবেন।

Advertisement

২) এই দু’দিন বিশেষ নজর রাখুন যেন, বাড়িতে কোনও কাচের জিনিস ভেঙে না যায়। কাচের জিনিস ব্যবহারে সাবধান হোন। তবে একান্তই যদি অসাবধানে ভেঙে যায়, তা হলে দ্রুত তা বাইরে ফেলে আসুন।

৩) সপ্তাহের এই দিনগুলিতে জুতো কেনা একেবারেই ভাল নয়। এই দিনটিতে কাউকে জুতো দেওয়াও ভাল লক্ষণ নয়।

৪) এই দু’দিন কোনও ধারাল জিনিস কাউকে দেবেন না।

৫) এই দু’দিনে যতই প্রয়োজন হোক না কেন, কারও কাছ থেকে টাকা ধার নেবেন না এবং কাউকে টাকা ধার দেবেন না।

৬) সপ্তাহের এই দু’দিন বাড়িতে কোনও পশু-পাখি এলে খাবার না দিয়ে তাড়িয়ে দেবেন না। সামান্য কিছু হলেও খাবার খেতে দেবেন।

৭) এই দু’দিন যত তাড়াতাড়ি সম্ভব এঁটো বাসন ধুয়ে ফেলার চেষ্টা করুন। বেশি ক্ষণ এঁটো বাসন ফেলে না রাখাই ভাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement