মাসের প্রথম দিকে প্রায় সব মানুষের কাছেই বেশ কিছু টাকা হাতে আসে। কিন্তু মাস ফুরনোর আগেই সব টাকা শেষ হয়ে যায়। এমন দেখা যায় টাকা আসতে যত ক্ষণ, আবার যেতেও দেরি লাগে না। শত চেষ্টাতেও হাতে টাকা কিছুতেই জমাতে পারা যায় না। কিন্তু বাস্তুর কিছু নিয়ম আছে, যা মেনে চললে অর্থ জমানো কিছুটা হলেও সম্ভব হতে পারে। দেখে নিন বাড়ির এই জিনিসগুলি ঠিক আছে কি না।
• বাড়িতে যদি শুকনো কোনও গাছ থাকে, তা হলে এই মুহূর্তে তুলে বাইরে ফেলে দিন। শুকনো গাছ থেকে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি নির্গত হয়। যার ফলে অর্থ সঞ্চয় কম হয়।
• বাড়িতে যদি কোনও ভাঙা তালা বা যে তালার চাবি হারিয়ে গেছে সেরকম কোনও তালা থাকে, তা হলে সেটা তৎক্ষণাৎ ফেলে দিন। এই ধরনের তালা বাড়িতে থাকলে অর্থ সঞ্চয়ে ভীষণ ভাবে বাধার সৃষ্টি হয়।
• আপনার মানিব্যাগটা কি ছিঁড়ে গিয়েছে? তা হলে সেটা আর ব্যবহার করা ঠিক নয়। এরকম মানিব্যাগ ব্যবহার করলে টাকা বেশি পরিমাণে খরচ হয়। অর্থ জমেও কম।
• আপনার বাড়িতে কি ভাঙা বাসন জমেছে? তা হলে সেটা এই মুহূর্তে ফেলে দিন। ভাঙা বাসন বাড়িতে থাকলে অর্থ সঞ্চয়ে বাধা হতে পারে।
আরও পড়ুন: রত্নের বিকল্প হিসাবে গাছের মূল কী ভাবে ধারণ করা উচিত
• বাড়িতে যদি ভাঙা আয়না থাকে, সেটাও টাকা পয়সা জমতে বাধা দেয়। বাড়িতে ভাঙা আয়না রাখা ভীষণ ভাবে ক্ষতিকারক।
• বাড়িতে নকল টাকা বা বাচ্চাদের খেলার টাকা যদি থাকে, তা হলে সেটা না রাখাই শ্রেয় বলে মানা হয়। কারণ নকল টাকা আসল টাকা আসতে বাধা সৃষ্টি করে।