Vastu Shastra

Vastu Shastra: সন্তানদের লেখাপড়ায় মনঃসংযোগ বৃদ্ধির জন্য কিছু বাস্তু টিপস

কিছু কিছু ছাত্রছাত্রীর মধ্যে লেখাপড়ায় অবহেলা করার প্রবণতা লক্ষ্য করা যায়। তারা লেখাপড়া না করার জন্য নানা অজুহাত তৈরি করে। এই ধরনের সমস্যা প্রায় সব বাড়িতেই দেখা যায়। এই সমস্যার জেরে অনেক মা-বাবাকেই নাজেহাল হতে হয়।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২১ ০৮:১৮
Share:

প্রতীকী চিত্র।

কিছু কিছু ছাত্রছাত্রীর মধ্যে লেখাপড়ায় অবহেলা করার প্রবণতা লক্ষ্য করা যায়। তারা লেখাপড়া না করার জন্য নানা অজুহাত তৈরি করে। এই ধরনের সমস্যা প্রায় সব বাড়িতেই দেখা যায়। এই সমস্যার জেরে অনেক মা-বাবাকেই নাজেহাল হতে হয়। অনেকের মনেই প্রশ্ন থাকে কী ভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসা যায়। বাড়িতে এই ধরনের সমস্যা মানে প্রথমেই মনে আসে বাস্তু দোষের কথা। বাড়িতে যদি কোনও রকম বাস্তু সমস্যা থাকে, তা হলে তা দ্রুত ঠিক করে নেওয়া প্রয়োজন। কিছু বাস্তু টিপস রয়েছে যা পালন করতে পারলেই এই সমস্যার কিছুটা হলেও সমাধান পাওয়া যাবে।

Advertisement

টিপস

• লেখাপড়ায় খুব ভাল ভাবে মনঃসংযোগ বৃদ্ধি করতে এই সরস্বতী মন্ত্রটি সাদা জামাকাপড় পরে জপ করতে হবে

Advertisement

মন্ত্র— ‘ওঁ শ্রীং হ্রীং বাগ্বাদিনী ভগবতী

অর্হনমুখনিবাসিনী সরস্বতী

মমাংসে প্রকাশং কুরু স্বাহা’

• যে কোনও শুক্লপক্ষের শনিবার সন্তানদের প্রত্যেকটা বইয়ের মধ্যে একটা করে লবঙ্গ রেখে দিতে হবে।

• সকাল এবং সন্ধ্যায় পড়ার ঘরে চন্দনের ধূপ জ্বালাতে হবে কারণ চন্দনের গন্ধ প্রচুর পরিমাণে মনঃসংযোগ বৃদ্ধি করতে সাহায্য করে।

• পড়ার ঘর সব সময় সবুজ রঙের করতে হবে কারণ সবুজ বুধ গ্রহের রং। তাই এই রং পড়ার ঘরে করলে মনঃসংযোগ বৃদ্ধি পাবে।

• লেখাপড়া সব সময় টেবিল চেয়ারে বসেই করার চেষ্টা করতে হবে।

• বেডরুমে লেখাপড়া করা একেবারেই উচিত নয়। বিছানায় বসে লেখাপড়া করা বাস্তু বিরুদ্ধ কাজ। এতে ছাত্রছাত্রীদের মনঃসংযোগ নষ্ট হয়।

• পড়ার টেবিলে অবশ্যই একটা টেবিল ল্যাম্প রাখতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement