আমরা প্রায় সবাই নানা রূপ পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করি এবং অর্থ বৃদ্ধির জন্য চেষ্টা করি। কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা যায়, হার ভাঙা পরিশ্রম করা সত্ত্বেও অর্থ সেই পরিমাণে থাকে না। আবার কারও ক্ষেত্রে ঠিক উল্টোটা লক্ষ্য করা যায়— খুব কম পরিশ্রম কিন্তু অর্থ প্রচুর। অনেক সময় গ্রহের খারাপ প্রভাবের ফলে মনের মতো অর্থ উপার্জন সম্ভব হয় না। আবার কখনও ভাগ্যও সঙ্গ দেয় না। তবে সহজ কিছু টোটকা বা পুজো অর্চনার মাধ্যমে অর্থ বৃদ্ধি করা যেতে পারে। একটি এলাচ, লবঙ্গ ও এক টাকার কয়েনের মাধ্যমে অর্থ উপার্জনেরও তেমনই একটি টোটকা রয়েছে।
দেখে নেওয়া যাক কী নিয়ম করতে হবে—
যে কোনও বৃহস্পতি বা শুক্রবার (এই দু’দিন বিশেষ ভাবে ভাল, না হলে অন্য কোনও দিনও করা যেতে পারে) লক্ষ্মীদেবীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালতে হবে। তার পর লক্ষ্মীদেবীর সামনে একটি এলাচ, লবঙ্গ ও কয়েনটি রেখে বিধি মতো মা লক্ষ্মীর পুজো করতে হবে। পুজো করার পর ডান হাতে এলাচ, লবঙ্গ ও কয়েনটি নিয়ে এই মন্ত্র ১০৮ বার জপ করতে হবে।
আরও পড়ুন: বাড়ির সদর দরজায় এই সব জিনিস লাগালে খুলবে সৌভাগ্যের দরজা
মন্ত্র: ওম মহালক্ষ্মীয়ে নমঃ।
এই প্রক্রিয়াটি করার সময় বিশেষ কিছু নিয়ম মানতেই হবে—
• এই ক্রিয়াটি করার সময় যেন কেউ আপনাকে বিরক্ত না করে।
• এলাচ ও লবঙ্গটি যেন ভাঙা না থাকে। অর্থাৎ যেন একদম নিখুঁত হয়।
• এই কাজটি সন্ধ্যাবেলা করতে হবে।
• এই কাজটি করার সময় শুদ্ধ বস্ত্র অবশ্যই পরতে হবে।
• সব শেষে এলাচ, লবঙ্গ ও কয়েনটি একটি কাপড়ে রেখে যেখানে টাকা রাখা হয় সেখানে রেখে দিতে হবে।