প্রতিটি মানুষ তাঁদের জীবনে নতুন আশা-আকাঙ্ক্ষা নিয়ে পথ চলছেন। প্রত্যেকেই জীবনে কী কী শুভ পরিবর্তন আসছে তা জানার চেষ্টা করে থাকে। এই বছর বিশেষ তিন রাশির পক্ষে অত্যন্ত শুভ এবং তাঁরা এই বছর অর্থালাভের সঙ্গে গাড়ি বাড়ি সব কিছুই খুব অল্প সময়ের মধ্যে প্রাপ্তি করতে পারেন।
চলতি বছর তিন রাশির মানুষের জীবনে আমূল পরিবর্তন আসবে। বৃহস্পতি গ্রহ গোচরকালে গত ১১ ডিসেম্বর ২০১৮ সালে তূলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করেছে এবং আগামী ১৫ নভেম্বর ২০১৯ সাল পর্যন্ত এই জায়গায় অবস্থান করবে।
বৃহস্পতির কারণে ভাগ্যোন্নতি হয়। জীবনে যা শুভ ঘটে তার শুভ যোগ, বিবাহ, সন্তান লাভ, অর্থ লাভ, উচ্চশিক্ষা ইত্যাদি। তা ছাড়া আরও মনে রাখবেন যে, বৃহস্পতি চতুর্থ ভাবের কারক। আর এই বৃহস্পতির কারণে গৃহসুখ, বাড়ি, গাড়ি ইত্যাদির আগমন হয়।
আরও পড়ুন: বর্তমান বছরে কোন রাশি ও লগ্নের জাতকের নতুন বাড়ি হতে পারে
এ বার আসি সেই রাশিগুলির সম্পর্কে যাঁদের বর্তমান বছরে অর্থলাভ ও জীবনে উন্নতি-সহ গাড়ি হওয়ার যোগ লক্ষ্যণীয়:
১. ধনু লগ্ন ও ধনু রাশি: এখানে বৃহস্পতি রাশি দ্বাদশ ঘরে অবস্থান করছে। আর সেখান থেকে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি লগ্নের সাপেক্ষে চতুর্থ স্থানে পড়েছে। বর্তমান বছরে ধনু রাশির জাতকের সম্পত্তি লাভ অবশ্যই হবে। এই সময় বাড়ি, গাড়ি কেনার জন্য খুবই ভাল সময়। নিজের বাড়ি, গাড়ি হবে। এই সময় এই রাশির জাতক জাতিকাদের গৃহসুখ বাড়বে।
২. কুম্ভ লগ্ন ও কুম্ভ রাশি: গোচর ভ্রমণকালে বৃহস্পতি গ্রহ এখন বৃশ্চিক রাশিতে রয়েছে। কুম্ভ লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ঘরে অবস্থান করছে। এই সব কিছু মিলিয়ে বর্তমান সাল কুম্ভ লগ্ন বা রাশির ক্ষেত্রেও লাভের যোগ রয়েছে। নিজস্ব সম্পত্তি, অর্থলাভ, বাড়ি, সব কিছু এই রাশির জাতকদের প্রাপ্তি ঘটবে।
৩. মেষ লগ্ন ও মেষ রাশি: মেষ রাশি ও লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি নবম দৃষ্টি লগ্ন সাপেক্ষে পড়ছে চতুর্থ স্থানে। তাই এই রাশির জাতক জাতিকাদের বিদ্যাস্থান অতি শুভ। চাকরি ক্ষেত্রে পদোন্নতি ঘটবে। এ ছাড়াও বিদেশ যাত্রা, নিজের গাড়ি, বাড়ি হবে। পুরনো সম্পত্তির কারণেও অর্থের আগমন হবে। সব দিক থেকে বর্তমান বছরটি এই রাশির জাতক জাতিকাদের জন্য শুভ ও পজিটিভ বলে প্রমাণিত হবে।