এই তিনটি রাশির মানুষের ওপর সর্বদা শনিদেবের কৃপা থাকে

আমাদের ১২টি রাশির মধ্যে এমন তিনটি রাশি রয়েছে, যা শনিদেবের খুব পছন্দের ও খুব প্রিয় রাশি। এই তিনটি রাশির ওপর শনিদেবের কৃপা প্রায় সর্বদাই থাকে। এই তিনটি রাশি শনিদেবের এতটাই প্রিয় রাশি যে, তিনি এই রাশির মানুষদের সুনাম, ন্যায়, যশ, সম্পত্তি প্রভৃতি দিয়ে থাকেন। শনিদেব ন্যায়কারক দেবতা। তাই ন্যায়ের পথে থাকলে শনিদেবের কৃপা সহজেই লাভ করা যায়।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২০ ০০:০৫
Share:

আমাদের ১২টি রাশির মধ্যে এমন তিনটি রাশি রয়েছে, যা শনিদেবের খুব পছন্দের ও খুব প্রিয় রাশি। এই তিনটি রাশির ওপর শনিদেবের কৃপা প্রায় সর্বদাই থাকে। এই তিনটি রাশি শনিদেবের এতটাই প্রিয় রাশি যে, তিনি এই রাশির মানুষদের সুনাম, ন্যায়, যশ, সম্পত্তি প্রভৃতি দিয়ে থাকেন। শনিদেব ন্যায়কারক দেবতা। তাই ন্যায়ের পথে থাকলে শনিদেবের কৃপা সহজেই লাভ করা যায়।

Advertisement

শনিদেবের কৃপা অর্জন করতে হলে প্রতি শনিবার নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং শনিদেবের নাম স্মরণ করতে হবে। যে তিনটি রাশির ওপর শনিদেবের কৃপা থাকে, তারাও এই কাজগুলো করতে পারবে।

কোন তিনটি রাশির ওপর শনিদেবের কৃপা থাকে—

Advertisement

• কুম্ভ: কুম্ভ রাশির জাতিক-জাতিকাদের জীবন স্বয়ং শনিদেবের কৃপায় চালিত হয়ে থাকে। যাঁদের জীবন ভীষণ ভাবে সঙ্কটপূর্ণ হয়, তাঁরা শনিদেবের পিতা সূর্যদেবের পুজো করুন। প্রতি দিন সকালে স্নান সেরে সূর্য প্রণাম করতে হবে। এই রাশির ওপর শনিদেবের কৃপা থাকার ফলে এঁরা খুব সহজেই ধনবান হয়ে ওঠেন।

আরও পড়ুন: রাশি অনুযায়ী ২০২০ সালের শনির গোচর ফল (প্রথম পর্ব)

• তুলা: শনিদেবের সব থেকে প্রিয় হল তুলা রাশি। এই রাশির জাতক-জাতিকাদের মধ্যে ছল কপটতা খুব একটা থাকে না এবং মনের দিকেও এঁরা খুব স্বচ্ছ হন। তাই এই রাশি শনিদেবের প্রিয়। তুলা রাশির মানুষরা যদি শনিদেবের কৃপা বেশি করে পেতে চান, তা হলে প্রতি শনিবার নিয়ম করে শনি চালিশা পাঠ করুন।

• মকর: শনিদেবের অন্যতম প্রিয় রাশি হল মকর। এই রাশির জাতক-জাতিকারা খুব সহজেই জীবনের প্রায় সব রকম সমস্যার সমাধান করতে পারেন। সততার সঙ্গে জীবনে চলতে পারলে শনিদেবের কৃপা সর্বদা বজায় থাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement