এই অত্যাধুনিক সমাজে আমাদের প্রয়োজনের অন্যতম বস্তু হল এসি। এই প্রচণ্ড গরমে এসি প্রয়োজনীয়ও বটে। কিন্তু এসি লাগানোর নির্দিষ্ট দিক জেনে তবেই লাগানো উচিত।
প্রচলিত অর্থে বৈশাখ-জৈষ্ঠ্য এই দুই মাস গ্রীষ্মকাল। কিন্তু তাঁর থেকে অনেক বেশি দিন ধরে গরম সহ্য করতে হয়। তাই তাপ নিয়ন্ত্রণের এই যন্ত্রটি খুব প্রয়োজন। এসির ব্যবহার সম্প্রতি ব্যাপক ভাবে বেড়ে গিয়েছে।
উচ্চবিত্ত বেড়াজাল টোপকে এখন মধ্যবিত্তদের অন্যতম আসবাব হয়ে উঠেছে এই এসি। তবে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে, আমরা যেমন বাস্তু মেনে বাড়ি তৈরি থেকে শুরু করে গৃহসজ্জা পর্যন্ত করি, ঠিক সে রকম ভাবেই ঘরে এসি বসানোর সময় সঠিক দিক মেনে তবেই বসাতে হবে।
দেখে নেওয়া যাক ঘরের কোন দেওয়ালে এসি-র সঠিক স্থান—
• ঘরের বেডরুম ও ড্রয়িং রুমে এসি দক্ষিণ বা পশ্চিম দেওয়ালে বসাতে হবে।
• বেডরুমে উইন্ডো এসি বসানোই বাস্তু সম্মত।
• যে ঘরে এসি লাগানো আছে, সেই ঘরের দরজা-জানলা সব সময় বন্ধ করে রাখছেন না তো? তা হলে তা গৃহস্থের জন্য অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এর ফলে বাইরের যে পজিটিভ এনার্জি, তা ঘরে ধুকতে বাধা পায় এবং ঘরের সব পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জিতে বদলে যাওয়ার আশঙ্কা থেকে যায়।
আরও পড়ুন: ঝিনুক তো বটেই, আরও সাত জায়গায় পাওয়া যায় মুক্তো, কোথায় জানেন?
• দিনে অন্তত ২-৩ ঘণ্টা দরজা জানলা খুলে দিয়ে বাইরের হাওয়া, বাতাস, রোদ প্রবেশ করতে দিন। দিনের মধ্যে খানিক ক্ষণ এসি বন্ধ রাখতে হবে।
• ইলেকট্রিক ওয়্যারিং এবং জলের পাইপের অবস্থান সুপরিকল্পিত হওয়া দরকার। তা নাহলে বাস্তু দোষের সৃষ্টি হতে পারে।
• এসি বসানোর আগে বিধিসম্মত ভাবে ইলেকট্রিক ওয়্যারিং ও মিটারের লোড বাড়িয়ে নিতে ভুল হয় না যেন। এর ফলে বাড়িতে অগ্নি সমস্যা হতে পারে এবং বাড়ির পজিটিভ এনার্জির ভারসাম্য বিঘ্নিত হতে পারে।