প্রত্যেক ধাতুর মধ্যে কোনও না কোনও শক্তিকে আকর্ষণ করার ক্ষমতা থাকে। সোনা আকর্ষণ করে সমৃদ্ধিকে। তাই এক কথায় বলা যায় সোনা সুখ ও সমৃদ্ধির প্রতীক। তাই যতই প্রয়োজন থাক সোনা কখনও বিক্রি করে দিতে নেই। প্রয়োজনে বন্ধক দেওয়া যেতে পারে, কিন্তু বিক্রি করা বাস্তু মতে ভীষণ অশুভ বলে মনে করা হয়। জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা সোনা বিক্রি করতে বাধ্য হই। বাস্তুশাস্ত্রে বলা আছে, যে সোনা বিক্রি করলে অর্থের দেবী লক্ষ্মীদেবীকেও ঘর থেকে বিদায় জানানো হয়।
সোনা বিক্রি অশুভ কেন, তার কারণগুলো জেনে নিন-
১) সোনা ঘরে থাকা মানে তা শুভ শক্তিকে ঘরে আকর্ষণ করে। যদি ঘরে বাস্তুর কোনও সমস্যা থাকে, তা হলে ঘর না ভেঙে সোনার টুকরো দিয়েও বাস্তুদোষ কাটানো যায়।
২) সোনা স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক মজবুত করতে সাহায্য করে। তাই বিয়ের সময় সোনা ব্যবহার করা হয়। যদি ঘর থেকে সোনা বিক্রি করা হয়, তা হলে দম্পতির মধ্যে সম্পর্কের উষ্ণতা কমে যায়।
আরও পড়ুন: বিয়ে করা কখন উচিত, কখন নয়
৩) যেহেতু সোনা সুখ ও সমৃদ্ধির প্রতীক, তাই যিনি সোনা কেনেন, তাঁর সঙ্গে সুখ জড়িয়ে থাকে।
৪) সোনা বিক্রি করলে আমাদের আত্মবিশ্বাস নষ্ট হয়, তাই সোনা বন্ধক দিলেও বিক্রি করতে নেই।
৫) সোনার গুঁড়ো দিয়ে ঔষধ তৈরি করা হয়। সোনা সুস্বাস্থ্য বজায় রাখে। তাই সোনা বিক্রি করলে রোগ ব্যাধিকে আমন্ত্রণ জানানো হয়।