পায়রার বাড়িতে আসার শুভ এবং অশুভ দিক

বাড়িতে পায়রার আগমন শুভ না অশুভ? পায়রা বাড়িতে রাখলে আমাদের সৌভাগ্য বৃদ্ধি হবে, না আমাদের সঙ্গে খারাপ কিছু ঘটবে এই নিয়ে অনেকেরই মনে সংশয় থাকে। জ্যোতিষ শাস্ত্রে পায়রাকে বুধ গ্রহের সঙ্গে সম্বন্ধ যুক্ত বলে মানা হয়। পায়রা এমন একটি পাখি, যার মধ্যে বুধ গ্রহের শুভ ও অশুভ দুই গুণই বর্তমান।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২০ ০০:০৫
Share:

বাড়িতে পায়রার আগমন শুভ না অশুভ? পায়রা বাড়িতে রাখলে আমাদের সৌভাগ্য বৃদ্ধি হবে, না আমাদের সঙ্গে খারাপ কিছু ঘটবে এই নিয়ে অনেকেরই মনে সংশয় থাকে। জ্যোতিষ শাস্ত্রে পায়রাকে বুধ গ্রহের সঙ্গে সম্বন্ধ যুক্ত বলে মানা হয়। পায়রা এমন একটি পাখি, যার মধ্যে বুধ গ্রহের শুভ ও অশুভ দুই গুণই বর্তমান।

Advertisement

পায়রার জোড়াকে আমরা প্রেম ও শান্তির প্রতীক হিসেবে চিহ্নিত করি। বিশেষ করে সাদা পায়রাকে খুব শুভ বা শান্তির প্রতীক বলে মনে করা হয়। বাড়িতে বাস্তু ঠিক রাখতে বা বাড়ির সুখ সম্পদ বৃদ্ধির জন্য আমরা অনেক নিয়ম মেনে চলি। সঠিক নিয়ম মেনে চলতে না পারলে জীবনে উন্নতি করা কঠিন হয়ে যায়।

ঠিক তেমনই বাস্তুর নিয়ম অনুসারে পায়রা বাড়িতে রাখলে কেমন ফল পাওয়া যায় তা দেখে নেব—

Advertisement

আরও পড়ুন: রাশি অনুযায়ী ২০২০ সালের শনির গোচর ফল (প্রথম পর্ব)

• পায়রা এমন একটি পাখি, যার মধ্যে অশুভ শক্তিকে দূর করার ক্ষমতা রয়েছে। বাড়িতে পায়রা থাকলে সেই বাড়িতে চট করে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না।

• মা লক্ষ্মীর কৃপা পেতে বা বাড়িতে সুখ সম্পদ বৃদ্ধি করতে পায়রার গুরুত্ব অপরিসীম। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, পায়রার সঙ্গে কোনও রকম দুর্ব্যবহার নয় বরং খাবার ও জল-সহ তার বিশেষ যত্ন নিলে বাড়ি মঙ্গলময় হয়ে ওঠে।

• যেখানে পায়রার বাসা, সেই স্থানটিকে প্রতি নিয়ত পরিষ্কার করা প্রয়োজন। পায়রার বাসা অতিরিক্ত নোংরা থাকা অশুভ লক্ষণ।

• তবে অনেক সময় এমনও দেখা যায় যে, আমরা না চাওয়া সত্ত্বেও পায়রা বাড়িতে জোর করে ঢুকে বাসা বাধছে। এটি অশুভ লক্ষণ বলে মানা হয়। এর ফলে বাড়ির বাসিন্দারা অবসাদগ্রস্থ হবেন এবং ধীরে ধীরে সুখ সম্পদ বৃদ্ধিতে বাধা আসে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement