আপনার হাতে কি জাল চিহ্ন আছে? এর ফলে কী হয় জানেন?

করতলের বিভিন্ন ক্ষেত্র ও রেখাতে বিভিন্ন চিহ্ন থাকলে আমরা ভিন্ন ভিন্ন ফল ভোগ করে থাকি। অন্যান্য চিহ্নের মতো জাল চিহ্নেরও নানান প্রকৃতি ও ধরন রয়েছে।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৮ ০০:০০
Share:

করতলের বিভিন্ন ক্ষেত্র ও রেখাতে বিভিন্ন চিহ্ন থাকলে আমরা ভিন্ন ভিন্ন ফল ভোগ করে থাকি। অন্যান্য চিহ্নের মতো জাল চিহ্নেরও নানান প্রকৃতি ও ধরন রয়েছে।

Advertisement

১। জাল চিহ্নটি যদি জাতকের শনির ক্ষেত্রে থাকে তবে জাতক ভাগ্যহীন হয়।

২। চন্দ্রস্থানে জাল চিহ্ন থাকা সত্বেও যদি জাতকের রবি স্থান প্রবল হয়, তবে জাতক কাব্য রচনায় পারদর্শী হয়।

Advertisement

৩। বৃহস্পতির ক্ষেত্রে এই চিহ্নটি থাকলে জাতক অহঙ্কারী প্রবৃত্তির হয়।

৪। জাল চিহ্নটি মঙ্গলের স্থানে থাকলে জাতক সর্বদা বিষণ্ণতায় ভোগে, সর্বদা নিজের মৃত্যু কামনা করে এবং হঠাৎ করে একদিন মারা যায়।

আরও পড়ুন: এই যোগ থাকলে নারীর দ্বারা প্রতারিত হতে পারেন, কী করবেন জেনে নিন

৫। জাতকের করতলে শুক্র স্থানে জাল চিহ্ন থাকলে এবং সঙ্গে শুক্র বন্ধনী থাকলে জাতক মদ্যপ, পাপাচারী, বিপথগামী ও নিষ্ঠুর মনোবৃত্তির হয়ে থাকে।

৬। বুধের ক্ষেত্রে জাল চিহ্ন থাকলে জাতক অবিশ্বাসী শঠ ও প্রবঞ্চক হয়। এরা চৌর্য ও প্রতারণা দ্বারা ধন উর্পাজনে আগ্রহী হয়।

৭। রবি স্থানে এই চিহ্ন থাকলে জাতক মূর্খ ও শক্তিহীন হয়ে থাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement