জন্মছকে বৃহস্পতি দুর্বল থাকলে চরম বিপদ! সহজ কিছু প্রতিকার

জন্মছকে বৃহস্পতি গ্রহের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতি যদি ভাল অবস্থায় থাকে, তা হলে জাতকের জীবনে বেশির ভাগ সময় ভাল যাবে। কিন্তু যদি কোনও ভাবে জন্মছকে বৃহস্পতি পীড়িত বা দুর্বল হয়, তা হলে নানা সমস্যার মুখে পড়তে হয়।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৬ জুন ২০২০ ০০:০৪
Share:

জন্মছকে বৃহস্পতি গ্রহের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতি যদি ভাল অবস্থায় থাকে, তা হলে জাতকের জীবনে বেশির ভাগ সময় ভাল যাবে। কিন্তু যদি কোনও ভাবে জন্মছকে বৃহস্পতি পীড়িত বা দুর্বল হয়, তা হলে নানা সমস্যার মুখে পড়তে হয়।

Advertisement

বৃহস্পতি দুর্বল অবস্থায় থাকলে মানুষের কিছু লক্ষণ প্রকাশ পেতে শুরু করে। যেমন, কোনও কাজে মন না বসা, হঠাৎ করেই ত্বকের উজ্জ্বলতা কমে যাওয়া, রোগের পরিমাণ বেড়ে যাওয়া, মনের স্থিরতা কমে যাওয়া, উচ্চ মানের মানুষদের সঙ্গে বিবাদ ইত্যাদি।

সবথেকে বড় সমস্যা আসবে আর্থিক সঙ্কট। টাকা পয়সা নিয়ে সমস্যা হঠাৎ করেই শুরু হবে। কর্মেক্ষেত্রে নানা ঝামেলা ঝঞ্ঝাট শুরু হবে এবং নানা বিপদের মুখে পড়তে হবে। এ ছাড়া বিবাহিত জীবনেও এর প্রভাব পড়বে।

Advertisement

আরও পড়ুন: শুভ কেতু যেমন সাফল্যে ভরিয়ে দেয়, অশুভ অবস্থায় আত্মহননও ঘটাতে পারে

এই সব সঙ্কটের হাত থেকে মুক্তি পেতে হলে সহজ কিছু প্রতিকার করতে হবে। যার দ্বারা বৃহস্পতি গ্রহকে সন্তুষ্ট করা যেতে পারে।

প্রতিকার

১) প্রতি বৃহস্পতিবার অত্যন্ত নিষ্ঠা সহকারে মা লক্ষ্মীর পুজো করতে হবে। পুজোর সময় হলুদ বস্ত্র পরলে বেশি সুফল পাওয়া যায়।

২) শিব ও ভগবান বিষ্ণুর পুজো করতেই হবে। এ ছাড়া কলা গাছ এবং অশ্বত্থ গাছের পুজো করলেও বৃহস্পতির ভাল ফল পাওয়া যায়।

৩) প্রতি বৃহস্পতিবার স্নানের জলে কিছুটা পরিমাণ কাঁচা হলুদ ভিজিয়ে রেখে সেই জলে স্নান করুন।

৪) বাড়ির সদর দরজার ডান পাশে অর্থাৎ বেরোনোর সময় ডান দিকে হলুদ গাছ লাগান।

৫) মুক্তো হস্তে দান করতে হবে। বৃহস্পতিবার দান করতে পারলে ভাল। সম্ভব না হলে যে কোনও দিন দান করতে পারেন।

৬) গরুকে খাবার খাওয়ালে বৃহস্পতি গ্রহ অত্যন্ত সন্তুষ্ট হন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement