নতুন বাড়ি ঘরের সিঁড়িও অন্যান্য অংশের মতোই গুরুত্ব পূর্ণ । শুধু দোতলা , তেতলা বা বহুতল বাড়ির ক্ষেত্রেই নয়, একতলার বাড়ির ছাদে ওঠার সিঁড়ির ভূমিকা অপরিসীম ।গ্রামের বাড়িঘর, খামার বাড়ি সর্বত্রই সিঁড়ির গুরুত্ব আছে।বহুতল বাড়িতে লিফট্ থাকা সত্ত্বেও সিঁড়িকে বাদ দেওয়া যায় না সুতরাং বাড়ির সঙ্গেঁ সিঁড়ির সর্ম্পক ওতপ্রোত ভাবে জড়িত । তাই বাস্তু নিয়ম সিঁড়ির ক্ষেত্রেও একান্ত প্রয়োজনীয়।
১/ কোনও অবস্থাতেই উত্তর-পূর্ব দিকে সিঁড়ি তৈরী করা উচিত নয়। কারণ জমির এই দিকটা অত্যন্ত হালকা ধরনের।
২/ সিঁড়ির ধাপ সব সময় বিজোড় সংখ্যায় হওয়া উচিত । যেমন ৭, ৯, ১১, ১৭, ২৩,৩৫, ৪১ ইত্যাদি। বিজোড় সংখ্যাকে ৩ দিয়ে ভাগ করলে যদি অবশিষ্ট ২ হয়। এই হিসাবে ১১ এবং ১৭ সংখ্যা অতি শুভ ।
৩/ সিঁড়ির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব পূর্ণ কথা হল বাড়ির বাইরের লাইনে কখন ও সিঁড়ি তৈরী করা উচিত নয়। কারন- বাড়ির চৌহদ্দির মধ্যে হলেও তা হবে বাড়িটির বাস্তু বিরুদ্ধ যন্ত্র সারন।
৪/ দরজার সামনে যেন সিঁড়ি না থাকে । দরজা খুলে বেড়িয়েই যেন সিঁড়ির মুখোমুখি না হয়।
৫/ প্রধান সিঁড়ি হিসেবে ঘোরানো না করাই ভালো।