প্রতীকী চিত্র।
বাড়ি, ঘর আমরা সকলেই পরিষ্কার পরিছন্ন রাখার চেষ্টা করি। তা সত্ত্বেও কিছু জিনিস আমাদের অজান্তে বা অবহেলার কারণে বাড়িতে থেকেই যায়। কখনও চোখের আড়ালে কখনও চোখের সামনে থাকলেও অবহেলা করে থাকি।
বেশির ভাগ সময়ে আমরা ব্যস্ততার কারণে ঘরের নীচের দিক এবং আসবাবপত্রের উপরিভাগ পরিষ্কার পরিছন্ন রাখি। কিন্তু ঘরের উপরের অংশে এবং আসবাব পত্রের পিছনের অংশ সেই ভাবে পরিষ্কার না করতে পারার কারণে জমতে থাকে ঝুল এবং মাকড়সার জাল। বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষ মতে ঝুল এবং মাকড়সার জাল খুবই অশুভ।
ঝুল এবং মাকড়সার জাল ধুলো ময়লা এবং নোংরা ধরে রাখে। যার ফলে ঝুল এবং মাকড়সার জাল ঘরে থাকলে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয় এবং বিভিন্ন রোগের আশঙ্কা বৃদ্ধি পায়। অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টিকারী এবং রোগের আশঙ্কা বৃদ্ধিকারী কোনও জিনিস কোনও শাস্ত্রমতেই শুভ হতে পারে না। তা চিকিৎসা শাস্ত্র বা বাস্তু শাস্ত্র বা জ্যোতিষ শাস্ত্র যা-ই হোক না কেন। ঝুল এবং মাকড়সার জাল নেগেটিভ এনার্জি সৃষ্টি করে, গৃহের সুখ এবং সংসারের শ্রীবৃদ্ধিতে বাধার সৃষ্টি করে।
বাস্তুশাস্ত্র মতে ঘরের বা বাস্তুর কোণ খুবই গুরুত্বপূর্ণ। ঝুল এবং মাকড়সার জাল সাধারণত ঘরের কোণেই বেশি তৈরি হয়। জ্যোতিষ মতে ঘরে ঝুল এবং মাকড়সার জাল জমলে রাহুর সমস্যায় ভোগার আশঙ্কা বৃদ্ধি পায়। বাস্তু এবং গ্রহের সমস্যা থেকে দূরে থাকতে যত শীঘ্র সম্ভব ঝুল এবং মাকড়সার জাল পরিষ্কার করুন।