বেশির ভাগ মানুষই ডান হাত দিয়ে কাজ করে থাকেন। তবে কিছু মানুষ আছেন, যাঁরা বাঁ হাত দিয়ে কাজ করেন। এঁদের আমরা বাঁহাতি বলে থাকি। এঁরা প্রায় সব কাজই বাঁ হাত দিয়ে করে থাকেন। এই বাঁ হাত দিয়ে কাজ করা ব্যক্তিদের মধ্যে বিশেষ কিছু গুণ লুকিয়ে থাকে।
জ্যোতিষ মতে বাঁহাতিদের মধ্যে কোন কোন গুণ থাকে দেখে নেওয়া যাক:
• অর্থের পরিমাণ সাধারণত বেশি থাকে: জ্যোতিষশাস্ত্র মতে বাঁহাতিদের অর্থের পরিমাণ খুব বেশি থাকে। এঁদের অর্থ ভাগ্য বেশির ভাগ সময় তুঙ্গে থাকে।
আরও পড়ুন: কথায় কথায় স্ত্রী রেগে যান? এই বাস্তু টিপসে উপকার পাওয়া যাবে
• ভুল করতে একদম পছন্দ করে না: বাঁহাতিরা ভুল কাজ করতে একদম পছন্দ করে না। এঁরা সব কাজ নিয়ে খুব খুঁতখুঁতে হন। যত ক্ষণ পর্যন্ত কাজ সঠিক ভাবে না হয়, তত ক্ষণ মন শান্ত করতে পারেন না এঁরা। খুব বিচক্ষণতার সঙ্গে, মন দিয়ে কাজ করেন, তাই এঁদের কাজে খুব একটা ভুল ভ্রান্তি হয় না।
• অত্যন্ত বুদ্ধিমান: বাঁহাতে যাঁরা লেখালিখি করে তাঁরা সাধারণত অত্যন্ত বুদ্ধিমান হন। সব সিদ্ধান্তের মধ্যে বুদ্ধির পরিচয় থাকে। এরা পড়াশোনায় সাধারণত খুব ভাল হন।
• সব রকম কাজ করতে পারেন: বাঁহাতিরা প্রায় সব রকম কাজই করতে পারেন। শুধু নিজের কাজ নয়, বাইরের কাজের ক্ষেত্রেও এঁরা যথেষ্ট নিপুণ হন।
• নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রবল: এঁদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রবল থাকে। যে কোনও বিষয়ে খুব ভাল নেতৃত্ব দিতে পারেন এঁরা।