প্রতীকী চিত্র
শরীরের বিভিন্ন স্থানে তিল সম্বন্ধে আগেও অনেক কথা আমরা জেনেছি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মানবদেহের গঠনের ওপর ভিত্তি করে মানুষের সম্পর্কে অনেক কিছু বলে দেওয়া যায়। শরীরে তিলের উপস্থিতি থেকে মানুষের আচার, ব্যবহার বলে দেওয়া যেতে পারে। মানবদেহ সৃষ্টির সময়ই তাঁর তিল তৈরি হয়ে যায়। তবে তিল দেখা যায় জন্মানোর বেশ কিছু দিন পরে।
শরীরে বিভিন্ন অংশের তিল বিভিন্ন প্রকার কাজ করে। পুরুষ বা মহিলার কোমরে তিল থাকলে কী হয় দেখে নেব—
মহিলাদের কোমরে তিল থাকলে কী হয়—
• যে মহিলার কোমরে তিল রয়েছে তিনি খুবই রোম্যান্টিক প্রকৃতির হন। জীবনে প্রেমের দিকে তাঁরা অত্যন্ত সুখী হন।
• এঁদের জীবনে ৃঅর্থের অভাব খুব একটা হয় না।
• এঁরা বিলাসিতার সঙ্গে জীবন যাপন করতে পছন্দ করেন। বিলাসিতার জন্য ব্যয় করা এঁদের খুব পছন্দের।
• এঁরা জীবনে অনেক দূর পর্যন্ত পড়াশোনা করার সুযোগ পান।
পুরুষদের কোমরে তিল থাকলে কী হয়
• যে পুরুষের কোমরে তিল থাকে তাঁরা পরিবারের মানুষদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন।
• এঁরা খুবই বন্ধুপ্রিয় হন।
• যদি পুরুষদের কোমরের বাম দিকে তিল থাকে তা হলে তাঁদের বাড়ির কারও অসুস্থতার কারণে সর্বদা চিন্তিত থাকতে হয়।
• তবে কোমরে তিল থাকলে সাধারণত সেই মানুষের মন খুবই অশান্ত থাকে এবং জীবনে নানা সমস্যাও থাকে।
*** শরীরের মোট তিলের সংখ্যা ১২টার বেশি হওয়া ভাল।