ফেং শ্যুই মতে বাড়ি তৈরির ক্ষেত্রে এই সাতটি জিনিস মানা না হলে খুব ক্ষতি হতে পারে

বাড়ির বেডরুমের ভিতর বাথরুমের দরজার মুখ যেন না থাকে। যদি থাকে, তা হলে মানুষের উন্নতির পথে যত রকমের বাধা আসতে পারে, তা আসে। সেটা কেরিয়ার বা পেশা সম্পর্কিত হতে পারে, বড় কোনও রোগ হতে পারে, দুর্ঘটনা হতে পারে, ব্যবসায় আয় কমে যেতে পারে, স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব বা বিচ্ছেদও হতে পারে।

Advertisement

অসীম সরকার

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৯ ০০:০৫
Share:

(১) বাড়ির সামনের দরজা ও পেছনের দরজার বিন্যাস এমন হওয়া উচিত, যাতে ‘চি’ শক্তি বা শুভ শক্তি সামনের দরজা দিয়ে ঢুকে সরাসরি পেছনের জানলা বা দরজা দিয়ে বেরিয়ে না যেতে পারে। অর্থাত্ সামনের দরজার সমান্তরাল যেন পিছনের দরজা না হয়। সামনের দরজা বা জানালা এবং পিছনের দরজা ও জানালা সমান্তরাল হলে সেই বাড়ির গৃহস্বামীর পক্ষে আয় করা বেশ কঠিন হয়ে দাঁড়াবে। বাড়ির কারও স্বাস্থ্য ভাল যাবে না। পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক ভাল থাকবে না। শুধু খরচ হতে থাকবে, জমবে না কিছুই।
(২) বাড়ির বেডরুমের ভিতর বাথরুমের দরজার মুখ যেন না থাকে। যদি থাকে, তা হলে মানুষের উন্নতির পথে যত রকমের বাধা আসতে পারে, তা আসে। সেটা কেরিয়ার বা পেশা সম্পর্কিত হতে পারে, বড় কোনও রোগ হতে পারে, দুর্ঘটনা হতে পারে, ব্যবসায় আয় কমে যেতে পারে, স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব বা বিচ্ছেদও হতে পারে। তাই বেডরুম আর বাথরুমকে সব অর্থেই আলাদা করে তৈরি করতে হবে, যাতে দু’টি ঘরের মধ্যে সরাসরি কোনও যোগাযোগ না থাকে।
(৩) এমন জমিতে যেন বাড়ি গড়ে না ওঠে, যে জমির সামনের দিক চওড়া আর পিছনের দিক আস্তে আস্তে সরু হয়ে গিয়েছে। অর্থাৎ ফানেল আকৃতির জমিতে যেন বাড়ি না হয়। যদি হয়, তবে ভীষণ ক্ষতি হবে। বাড়ির সদস্যদের আয় বা রোজগার ধীরে ধীরে কমতে থাকবে, পরিবারের সদস্যদের স্বাস্থ্য খারাপ হতে থাকবে, কোনও ভাবেই অর্থ জমবে না।

Advertisement

আরও পড়ুন: কালা যাদু বা ব্ল্যাক ম্যাজিক কী (শেষ অংশ)

(৪) বাড়ি তৈরির সময় দেখতে হবে, যে জমিতে বাড়ি হচ্ছে, সেই জমির ঢাল কোন দিকে। যদি জমির ঢাল বাড়ির পিছনের দিকে থাকে, অর্থাত্ বাড়ির সামনের দিক উঁচু আর পিছনের দিক নিচু, এমন হলে বাড়ির মালিকের নানা দিক থেকে ক্ষতি হতে পারে। এই রকম হলে, তার রোজগার সে ভাবে হবে না, বন্ধুদের সমর্থন সেই ভাবে বাড়ির মালিক পাবেন না। তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটবে। এই রকম বাড়িতে বাস করলে বাঁচার জন্য যে সাপোর্ট সিস্টেমের প্রয়োজন, তা পাওয়া যায় না। তাই প্রতিকার হিসেবে হয় বাড়ির পিছনের দিকের ঢালকে মাটি ফেলে আরও উঁচু করতে হবে, না হলে খুব উঁচু পাঁচিল তুলে দিতে হবে।
(৫) ফেং শ্যুই মতে বাড়ির উত্তর-পশ্চিম কোণ অতি শুভ ও পবিত্র এক স্থান। এই স্থানকে ফেং শ্যুই মতে ‘স্বর্গীয় স্থান’ বলে। এই উত্তর পশ্চিম কোণে তাই কোন ভাবেই রান্নাঘর বা আগুন সংক্রান্ত কিছু রাখবেন না। আগুন সম্পর্কিত কিছু থাকলে যে কোনও ধরনের দুর্ঘটনা, রোগ, চাকরির সমস্যা, দেউলিয়া হওয়া, ইত্যাদি হতে পারে। প্রতিকার হিসেবে রান্নাঘর স্থানান্তর করা যেতে পারে। স্টোভ, গ্যাস ওভেন, ইনডাকশান বা হিটার রাখা যাবে না।
(৬) ফেং শ্যুই মতে রাস্তার টি ক্রসিং-এর ধারে বাড়ি করা হলে ভয়ানক ভাবে নানা ক্ষতির মুখোমুখি হতে হয়। টি-ক্রসিং রাস্তা ফেং শ্যুই মতে ‘বিষ তীর’-এর মতো ফল দেয়।
(৭) রাস্তার লেভেল থেকে বাড়ির জমির মাটি যদি নিচু হয়, আর সেখানে যদি বাড়ি করা হয়, আর সেই বাড়িতে যাঁরা বাস করবেন, ফেং শ্যুই মতে তাঁরা সব ব্যাপারে পিছিয়ে থাকবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement