বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘর

Advertisement

শ্রী পার্থপ্রতিম আচার্য

জ্যোতিষাচার্য, হস্তরেখাবিদ, তন্ত্র জ্যোতিষ, বাস্তুবিশারদ শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৬ ০০:০৬
Share:

মানসিকতা, রুচি, সর্বোপরি অর্থ অনুযায়ী ঘর ভিন্ন ভিন্ন হয়ে থাকে। বাস্তুশাস্ত্র মতেঃ-

Advertisement

বারান্দা

১। বাড়ির বারান্দা হবে উত্তর বা পূর্ব দিকে।

Advertisement

২। বারান্দার ছাদ ও বাড়ির ছাদের স্তর এক সমান যেন না হয়।

গ্যারাজ

বাড়ির গ্যারাজ হওয়া উচিত বাড়ির দক্ষিণ- পূর্ব বা উত্তর—পশ্চিম অঞ্চলে।

ড্রয়িং রুম বা বসার ঘরঃ-

১।বাড়ির লোকজন ও অতিথিদের বসার ঘর হবে পূর্ব বা উত্তর- পশ্চিম দিকে।

২।বাড়ির কর্তা পূর্ব বা উত্তর মুখী হয়ে আপ্যায়ন করবেন।

পড়ার ঘরঃ-

১।পড়ার ঘর হওয়া উচিত উত্তর বা পশ্চিম দিকে।

২।পড়ার সময় পূর্ব বা উত্তর দিকে মূখ করে বসে পড়াশুনা করা উচিত।

৩।পড়ার টেবিলের ঢাকনা সবুজ রঙের হওয়া ভাল।

৪।পড়ার ঘরের দরজা উত্তর-পূর্ব দিকে হওয়া শুভদায়ক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement