প্রতীকী চিত্র
দাম্পত্য সুখ বৃদ্ধি বা দাম্পত্য সমস্যা কমানোর জন্য বিয়ের আগে অভিবাবকরা অভিজ্ঞ জ্যোতিষীর সাহায্যে পাত্র এবং পাত্রীর জন্মপত্রিকা পরীক্ষা করে শুভ-অশুভ বিচার করে বিবাহের সিদ্ধান্ত নিয়ে থাকেন। কিন্তু যাঁরা এই প্রক্রিয়া বাদ দিয়ে বিয়ে দেন এবং বিয়ের পর বিভিন্ন সমস্যায় ভোগেন— যেমন দম্পতির মধ্যে প্রীতির অভাব, তাঁদের মধ্যে কলহ, যৌন সাহচর্যে আনন্দের অভাব, যৌনমিলনে আগ্রহ হ্রাস, একের সাহচর্যে অপরের সাংসারিক অবনতি বা দুর্ভাগ্য, প্রজননে বিঘ্ন, উভয়ের স্বাস্থ্যহানি বা জীবনশক্তি হ্রাস, পরস্পরের পারিবারিক ঝঞ্ঝাট, আত্মীয়দের সঙ্গে বিরোধ ইত্যাদি। এমন সব ক্ষেত্রে প্রতিকার কী?
এই সমস্যা কোন গ্রহের কারণে, সেই বিষয় অনুসন্ধান করা এবং তার প্রতিকার করা প্রয়োজন। প্রতিকার বিভিন্ন ভাবে করা যায়। যেমন— পূজা, জপ, হোম, প্রার্থনা, উপাসনা, রত্ন, যন্ত্র, কবচ, গ্রহ পূজা, গ্রহের দান ইত্যাদি।
এই সব প্রক্রিয়া ছাড়াও গৃহসজ্জা ইত্যাদির পরিবর্তন করেও অনেক সুফল পাওয়া যায়। নীচে বলা রইল কোন গ্রহ বিরুদ্ধ থাকলে গৃহসজ্জা, আসবাবপত্র ইত্যাদিতে কোন রং ব্যবহারে সুফল পেতে পারেন।
রবির ক্ষেত্রে সোনালি, গেরুয়া, লাল রং ব্যবহার করলে শুভফল পাওয়া যায়।
চন্দ্রের জন্য রুপোলি, সাদা রঙের ব্যবহারে শুভফল লাভ হয়।
মঙ্গল বিরুদ্ধ হলে লাল কমলা, গোলাপি, গেরুয়া রঙের ব্যবহারে শুভফল মেলে।
বৃহস্পতির ক্ষেত্রে হলুদ, সোনালি, রুপোলি রং ব্যবহারে শুভফল মেলে।
শুক্র বিরুদ্ধ হলে যত বেশি সাদা, হালকা নীল রঙের ব্যবহার করা যাবে, তত শুভফল মিলবে।
শনির প্রতিকারে উজ্জ্বল, চকচকে রং বর্জন করা উচিত, নীল, বেগনি রঙের ব্যবহারে শুভফল মেলে।
বুধ বিরুদ্ধ হলে মিশ্র রং বা সবুজ রঙের ব্যবহার করা উচিত। এ ক্ষেত্রে সুগন্ধী ধূপ ইত্যাদি ব্যবহারে শুভফল লাভ হয়।
রাহু বিরুদ্ধ হলে সবুজ, কমলা রং ব্যবহারে শুভফল মেলে।