প্রতীকী চিত্র।
১২ জুলাই, বাংলায় ২৭ আষাঢ় রথযাত্রার পুণ্য তিথি। রথযাত্রা অত্যন্ত পবিত্র একটি উৎসব। এই উৎসব ভারতবর্ষ জুড়ে পালিত হয়। মনে করা হয় এই দিন যদি কিছু নিয়ম বা উপাচার পালন করা হয় তা হলে শতজন্মের পুণ্য লাভ করা হয়।
দেখে নিন উপাচারগুলো কী কী—
• রথের দিন বাড়িতে জগ্ননাথ, বলরাম ও সুভদ্রার একত্রে থাকা ছবি বা মূর্তি পুজো করুন।
• এই দিন বাড়িতে বৃক্ষরোপণ করা অত্যন্ত শুভ কাজ। ছোট বড় যে কোনও গাছ বাড়িতে লাগানো যেতে পারে।
• রথযাত্রার দিন সকালে গঙ্গা বা যে কোনও জলাশয়ে গিয়ে স্নান করা খুবই ভাল বলে মানা হয়।
• এই দিন জলে নিমপাতা মিশিয়ে স্নান করলে জীবন থেকে নানা বাধা বিপত্তি কেটে যায় এবং শরীর থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে পজেটিভ এনার্জি ভরে থাকে।
• এই দিন সাধ্যমতো দান ধ্যান করাও খুবই শুভ বলে মানা হয়।
• রথের দিন যদি কোনও মানুষ কিছু চাইতে আসে তা হলে সেই ব্যক্তিকে খালি হাতে কখনওই ফেরাবেন না।
• রথের দিন যদি সম্ভব হয় রথের দড়ি অবশ্যই টানুন, এতে যজ্ঞের সমান পুণ্য অর্জন করা যায়।
• রথ যেখান দিয়ে টানা হয় সেই স্থানের কিছুটা মাটি লাল কাপড়ে বেঁধে বাড়ির ঈশান কোণে পুঁতে রাখুন। এই টোটকাটি অত্যন্ত ফলপ্রসূ।
• রথের দিন বাড়িতে যে কোনও শুভ কাজ করা যেতে পারে।