জন্মছকে যে গ্রহই দুর্বল থাক, তার প্রভাব আমাদের উপর পড়ে। অনেক সময় আমাদের জীবনের সঙ্গে ঘটে যাওয়া খারাপ ঘটনার কারণ আমরা খুঁজে পাই না। জন্মছকে গ্রহের কুপ্রভাবের ফলেই এ রকমটা ঘটে। যদি কোনও ভাবে জন্মছকে রবি গ্রহ খারাপ থাকে, তা হলে ছোটবেলা থেকেই বিশেষ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়।
দেখে নেওয়া যাক সেই সমস্যাগুলি কী কী—
ক্ষীণ দেহ:
যাঁদের জন্মছকে রবি গ্রহ দুর্বল অবস্থায় থাকে, তাঁদের দেহ হয় অতি ক্ষীণ। শারীরিক দুর্বলতা তাঁদের মধ্যে ভীষণ ভাবে প্রকাশ পায়। শরীর দুর্বল থাকলে ভবিষ্যতে নানা সমস্যায় পড়তে হয় বা শারীরিক দুর্বলতা মানুষকে নানা বিপদে ফেলতে পারে।
আরও পড়ুন: বার বার ঋণে জড়িয়ে পড়তে হচ্ছে? জন্মছকে গ্রহের কোন অবস্থানে এ রকম হয় জেনে নিন
পিতা পুত্রের সম্পর্ক খারাপ হওয়া:
যদি জন্মছকে রবি গ্রহ খারাপ থাকে, তা হলে পিতা-পুত্রের সম্পর্ক খারাপ হয়। পিতৃসুখ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকে। বাবার স্নেহ তাঁরা খুব একটা পান না যার ফলে জীবনে নানা সমস্যার সম্মুখীন হতে হয়।
ছোটবেলা থেকে সুখ না পাওয়া:
যদি রবি গ্রহ খারাপ স্থানে অবস্থান করে, তা হলে ছোটবেলা থেকেই প্রচুর কষ্ট সহ্য করতে হয়। দারিদ্র তথা আরও নানা রকম কষ্টের মধ্যে জীবন যাপন করতে হয়। রবি অত্যন্ত খারাপ অবস্থায় থাকলে ছোটবেলা থেকেই খুব লড়াই করে বাঁচতে হয়।
কর্মক্ষেত্রে অবনতি:
রবি গ্রহের খারাপ অবস্থানের ফলে যথেষ্ট পরিশ্রম থাকে সত্ত্বেও কর্মে উন্নতি হবে না। যতই চেষ্টা করুন না কেন, নিজেকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সর্বদা লড়াই করতে থাকবে।