দীর্ঘস্থায়ী গ্রহের অবস্থান ও লগ্নভাব অনুসারে বর্তমানে সাফল্য/অসাফল্য ( মেষ থেকে কন্যা লগ্ন)

দীর্ঘস্থায়ী গ্রহ- বৃহস্পতি, শনি, রাহু ও কেতুর অবস্থানের উপর লগ্নভাবের সাহায্যে বর্তমানের সাফল্য বা অসাফল্য দেখে নেওয়া যাক—

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০৯ জুন ২০১৮ ০০:০০
Share:

জ্যোতিষশাস্ত্র অনুসারে, সাধারণত দীর্ঘস্থায়ী গ্রহ অর্থাৎ যে গ্রহ এক রাশি থেকে অন্য রাশিতে যেতে যত বেশি সময় নেয় তার প্রভাব তত বেশি। যদিও পুরোটাই জন্মছক বিচার্য। তবুও দীর্ঘস্থায়ী গ্রহ- বৃহস্পতি, শনি, রাহু ও কেতুর অবস্থানের উপর লগ্নভাবের সাহায্যে বর্তমানের সাফল্য বা অসাফল্য দেখে নেওয়া যাক—

Advertisement

১। মেষ লগ্ন- রাহুর প্রভাবে কোনও বাড়ি বা গাড়ি বিক্রি করবেন। মায়ের শরীর ঠিক থাকবে না। কেতুর প্রভাবে কর্মস্থলে গুপ্ত শত্রু বা নানা সমস্যা আসবে। বৃহস্পতির প্রভাবে বিবাহে দ্রুততা আসবে। ব্যবসায় উন্নতি। শনির প্রভাবে সন্তানপ্রাপ্তি হতে পারে। ধর্মস্থান দর্শন, আধ্যাত্মিক উন্নতি হবে।

২। বৃষ লগ্ন- বৃহস্পতির প্রভাবে চাকরিতে উন্নতি। আর শনির প্রভাবে উত্তরাধিকার সূত্রে ধনপ্রাপ্তিতে বাধা। বিদেশ যাত্রায় বাধা। রাহুর প্রভাবে যদিও বিদেশযাত্রায় সাফল্য আসতে পারে। কেতু গুপ্ত সমস্যা দেবে। সন্তানের জন্য চিন্তিত থাকবেন।

Advertisement

৩। মিথুন লগ্ন- বৃহস্পতির প্রভাবে বহু সুখ প্রাপ্তি। সন্তান প্রাপ্তিতে সাফল্য। কর্মে নতুন সুযোগ। প্রেমে সাফল্য। শনির প্রভাবে ব্যবসায় উন্নতি। কিন্তু বিবাহে বিলম্ব। রাহুর প্রভাবে আর্থিক ক্ষতি ও পারিবারিক সদস্যের মৃত্যু। কেতুর প্রভাবে গুপ্ত রোগের সম্ভাবনা প্রবল।

৪। কর্কট লগ্ন- রাহুর প্রভাবে হঠাৎ দুর্ঘটনা, অসুস্থতা বা বিদেশযাত্রা সম্ভব। মৃত্যু যোগ বর্তমান। কেতুর প্রভাবে বিবাহিত জীবনে সমস্যা প্রবল। বৃহস্পতির প্রভাবে নতুন ঘর বা গাড়ি কেনার সম্ভাবনা। শনির প্রভাবে দাঁতের, হাড়ের বা নার্ভের সমস্যা হতে পারে।

৫। সিংহ লগ্ন- চারিদিকে বেশ সমস্যা দেখা যাচ্ছে। বৃহস্পতি আপনাকে বাড়ি থেকে অনেক দুরে নিয়ে যাবে। শনির প্রভাবে সন্তানপ্রাপ্তি সম্ভব। রাহুর প্রভাবে কোনও ধার হতে পারে। কোনও আইনসংক্রান্ত সমস্যা হতে পারে। কেতু দেবে প্রচুর গুপ্ত শত্রু।

৬। কন্যা লগ্ন- বৃহস্পতির প্রভাবে আর্থিক উন্নতি প্রবল। ব্যবসাতেও উন্নতি দেখা যায়। পরিবারের সদস্য বৃদ্ধি পাবে। শনির প্রভাবে ঘরে অশান্তি এবং মায়ের স্বাস্থ্যের অবনতি। রাহুর প্রভাবে জীবনে আসবে হঠাৎলাভ বা হঠাৎ ক্ষতি। কেতু দেবে সন্তানহানির যোগ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement