প্রত্যেকটা মেয়েকেই একদিন না এক দিন শ্বশুরবাড়ি যেতে হয়। অনেক স্বপ্ন নিয়ে মেয়েরা নিজের ঘর ছেড়ে শ্বশুরালয়ে যান। সকলকে নিয়ে সুখে শান্তিতে মিলেমিশে থাকার স্বপ্ন দেখেন। অথচ সবার ভাগ্যে এই সুখ লেখা থাকে না। কেউ খুব সুখী হন, আবার কেউ কষ্ট ভোগ করেন সারা জীবন। তখন জীবনের একটা সময়ে এসে মনে হয় যেন সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। তবে জ্যোতিষ অনুযায়ী কিছু নামের মেয়েরা শ্বশুরবাড়িতে অত্যন্ত স্নেহ ও আদরযত্ন পেয়ে থাকেন। শ্বশুরবাড়িতেও নিজের বাড়ির মতো সুখ পেয়ে থাকেন।
দেখে নেওয়া যাক কোন নামের মেয়েরা শ্বশুরবাড়িতে সুখ পেয়ে থাকেন বেশি—
P: এই অক্ষরের নামের মেয়েরা নিজের বুদ্ধি দিয়ে কাজ করতে অত্যন্ত পটু। কাজ শেখার মনোভাব খুব বেশি থাকে এঁদের মধ্যে। বিচার বিবেচনা করে কাজ করার জন্য শ্বশুরবাড়িতে সকলের মন জয় করে সারা জীবন কাটিয়ে দিতে পারেন।
A: এই নামের মেয়েরা সাধারণত খুব সহজ সরল প্রকৃতির হন। যে কোনও পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা এঁদের প্রবল। তবে সাহসী স্বভাবের জন্য সাধারণত অন্যের মতে চলেন না। শ্বশুরবাড়িতে বেশ সুখেই থাকেন এঁরা।
আরও পড়ুন:ঘরে ঘোড়ার খুরের নাল রাখার এত উপকার!
M: এই অক্ষরের নামের মেয়েরা প্রায় সকলেরই মন জয় করে চলতে পারেন। এঁদের মন সাধারণত খুব পরিষ্কার হয়। পরিবারের সকলের সঙ্গে একই রকম ব্যবহার থাকে এঁদের। কাজ এঁদের অত্যন্ত প্রিয়।
D: এই অক্ষরের নামের মেয়েরা বেশির ভাগ ক্ষেত্রেই প্রেম ও পরিবারের সকলের প্রতি অতি যত্নশীল হন। শ্বশুরবাড়ির মানুষদের খুব বেশি প্রাধান্য দেন এঁরা। এই ব্যবহারের জন্য শ্বশুরবাড়ির মানুষরাও এঁদের খুব ভালবাসেন।
S: এই অক্ষরের নামের মেয়েরা স্ত্রী ধর্ম পালনে সব সময় এগিয়ে থাকেন। শ্বশুরবাড়ির মানুষদের নির্ভরতা পাওয়ার জন্য সব কিছু করতে পারেন এঁরা। এঁদের সমগ্র জীবন বেশ সুখে শান্তিতে কাটে।
R: এই অক্ষরের নামের মেয়েরা বিশেষ জ্ঞানের অধিকারী হন। অত্যন্ত চালাকি ও কৌশলের দ্বারা সব বিপদ থেকে মুক্ত হওয়ার চেষ্টা এঁদের সব সময় থাকে। সংসারে সুখী হওয়ার জন্য সব কিছু করতে পারেন এঁরা।ফলে সদা শান্তি থাকে এঁদের জীবনে।