—প্রতীকী ছবি।
পৃথিবী, সূর্য এবং চন্দ্র মহাকাশে নিজেদের কক্ষপথে অবিরত পরিভ্রমণের সময় এক সরলরেখায় অবস্থান করলে, অর্থাৎ চন্দ্র-পৃথিবী এবং সূর্যের মধ্যে অবস্থানকালে (কিছু সময়ের জন্য) চাঁদের ছায়া পৃথিবীতে পড়লে সূর্যগ্রহণ ঘটে। সাধারণত চাঁদ, পৃথিবী এবং সূর্যের অবস্থানের তারতম্যের কারণে নানা ধরনের সূর্যগ্রহণ পরিলক্ষিত হয়। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, খণ্ডগ্রাস সূর্যগ্রহণ এবং বলয়াকারগ্রাস সূর্যগ্রহণ।
আগামী ২৯ মার্চ, শনিবার খণ্ডগ্রাস সূর্যগ্রহণ হবে। যদিও ভারতবর্ষ থেকে এই গ্রহণ দেখা যাবে না। আমেরিকা, আফ্রিকা, ইউরোপ, এবং রাশিয়ার উত্তর অঞ্চল থেকে এই গ্রহণ দেখতে পাওয়া যাবে।
ভারতীয় সময় অনুযায়ী-
গ্রহণ স্পর্শ (আরম্ভ)– সকাল ২টো ২১ মিনিট।
গ্রহণ মধ্য– বিকেল ৪টে ১৭ মিনিট।
গ্রহণ মোক্ষ (শেষ)– সন্ধ্যা ৬টা ১৪ মিনিট।
গ্রহণ স্থিতি– ৩ ঘণ্টা ৫৩ মিনিট।
গ্রহণ শেষ– রাত ১২টা বেজে ২৩ মিনিটে।
গ্রহণকালে গ্রহের অবস্থান (কলকাতাসাপেক্ষে)
বৃষ রাশিতে অবস্থান করবে বৃহস্পতি। মিথুন রাশিতে মঙ্গল। কন্যা রাশিতে কেতু। কুম্ভ রাশিতে শনি এবং মীন রাশিতে সূর্য, চন্দ্র, বুধ, শুক্র এবং রাহু।