মেষ: স্বাধীনতায় হস্তক্ষেপ হলে মেষ রাশির জাতিকা একেবারে সহ্য করতে পারেন না। এঁরা স্বাধীন ভাবে থাকতে খুবই পছন্দ করেন। তাই এই ব্যাপারে বাধা এলে এঁরা প্রচণ্ড রেগে যান।
বৃষ: হাত খুলে খরচ করার অভ্যাস এই রাশির। যদি কেউ এঁদের খরচে রাশ টানেন, তবে এঁরা খুবই রেগে যান।
মিথুন: মিথুন রাশির জাতিকারা অতিরিক্ত কথা বলতে ভালবাসেন। যদি কেউ এঁদের কথা বলায় বাধা দেন, বা কথা সম্পূর্ণ করতে না দেন, তা হলে এঁরা প্রচণ্ড রেগে যান।
কর্কট: কর্কট রাশি মেয়েরা প্রেমিকের বা তাঁদের পছন্দের মানুষের দৃষ্টি আকর্ষণ করতে খুব ভালবাসেন। যদি এই বিষয়ে কোনও ব্যাঘাত আসে, তা হলে খুবই বিরক্ত বোধ করেন এঁরা।
সিংহ: এই রাশির মধ্যে বেশি গুরুত্ব পাওয়ার আশা থাকে সবসময়। যদি এঁদের কেউ গুরুত্ব না দেন, তা হলে এঁরা সহজেই রেগে যান।
কন্যা: এই রাশির জাতিকারা অল্পেতে খুশি হতে জানেন। প্রশংসা খুব পছন্দ করেন। সমালোচনা করা একেবারে পছন্দ করেন না। সমালোচনায় রেগে যান এঁরা।
আরও পড়ুন: খুব দ্রুত প্রেমে পড়েন এই পাঁচটি রাশির মানুষ
তুলা: এই রাশির জাতিকারা ঝগড়া বা অশান্তি একেবারে পছন্দ করেন না। সামান্য বিষয়ের জন্য অতিরিক্ত কষ্ট পান এঁরা। তবে বেশির ভাগ ক্ষেত্রে এঁরা কষ্ট কাউকে বুঝতে দেন না।
বৃশ্চিক: বিশ্বাসে আঘাত করা একেবারে সহ্য করতে পারেন না এঁরা। তবে এঁরাও অন্যদের খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলেন।
ধনু: ধনু রাশির জাতিকাদের কোনও বাঁধনে বেঁধে রাখতে চাইলেই এঁরা প্রচণ্ড রেগে যান। স্বাধীন ভাবে থাকতেই এঁরা বেশি পছন্দ করেন।
মকর: এঁরা অত্যন্ত রোমাঞ্চকর প্রকৃতির হন। এঁদের কাজের ধরন নিয়ে কিছু বলাটা এঁরা একদম পছন্দ করেন না।
কুম্ভ: এই রাশির জাতিকারা স্বপ্নের জগতে থাকতে খুবই পছন্দ করেন। স্বপ্নে ব্যাঘাত ঘটলেই এঁরা ভীষণ রেগে যান।
মীন: মীন রাশির জাতিকারা অতিরিক্ত পরিশ্রম করা পছন্দ করেন না। আলস্য নিয়ে কিছু বললেই এঁরা প্রচণ্ড রেগে যান।