Baisakh

মহাদেবের কৃপা পেতে বৈশাখের প্রত্যেক সোমবার এই জিনিসগুলো অর্পণ করুন

প্রত্যেক দেবতার ভিন্ন ভিন্ন পছন্দ রয়েছে। এ সব দিয়ে পুজো করলে দেবতারা সন্তুষ্ট হন। এক এক দেবতার এক একটি বার বা মাসও রয়েছে। তেমনই বৈশাখ মাসে মহাদেবকে কয়েকটি জিনিস অর্পণ করে তাঁর আরাধনা করলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হন।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২২ ০৮:২৪
Share:

প্রতীকী চিত্র।

প্রত্যেক দেবতার ভিন্ন ভিন্ন পছন্দ রয়েছে। এ সব দিয়ে পুজো করলে দেবতারা সন্তুষ্ট হন। এক এক দেবতার এক একটি বার বা মাসও রয়েছে। তেমনই বৈশাখ মাসে মহাদেবকে কয়েকটি জিনিস অর্পণ করে তাঁর আরাধনা করলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হন।

Advertisement

দেখে নিন জিনিসগুলো কী কী—

আতপ চাল

Advertisement

জীবনে ধন সম্পত্তি কে না চায়! অল্প সময়ে সম্পদ বৃদ্ধি করতে চাইলে বৈশাখ মাসে পুজো করার সময় সামান্য কয়েকটা আতপ চাল মহাদেবকে অর্পণ করুন। এর ফলে যাঁরা অর্থ সঙ্কটে রয়েছেন তাঁদের সেই সমস্যা কিছুটা হলেও লাঘব হবে।

যব

অনেক সময় দেখা যায় নানা ধরনের খারাপ ঘটনা বেশ কিছু দিন ধরে ঘটেই চলেছে। এই অবস্থায় যদি মহাদেবকে যব অর্পণ করা যায় তা হলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়।

গম

মহাদেবকে গম অর্পণ করলে বাবা-মা হওয়ার স্বপ্ন খুব দ্রুত পূরণ হয়।

মুগ ডাল

পরিবারের মধ্যে অশান্তি দূর করতে এবং নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে রাখতে মহাদেবকে গম অর্পণ করুন।

তিল

তিল মহাদেবের অত্যন্ত প্রিয়। দীর্ঘ দিন ধরে রোগের জ্বালায় জেরবার? সামান্য তিল অর্পণ করুন মহাদেবকে। খুব ভাল ফল পাওয়া যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement