সাংসারিক বিবাদ অনেক দূর যেতে পারে। উদ্দেশ্য পূরণের উপযুক্ত সময়।
বিবাদ থেকে দূরে থাকুন। অপরের উপকার করতে গিয়ে বদনাম হতে পারে। সুবক্তা হিসাবে বন্ধুমহলে সুনাম পাবেন। সন্তানের খারাপ মনোভাবের জন্য সংসারে অশান্তি। কাউকে কিছু দান করে আনন্দ পাবেন। উচ্চশিক্ষার সু্যোগ মিলতে পারে। নতুন প্রেমের ইঙ্গিত। গুরুজনের শরীর নিয়ে চিন্তা। স্ত্রীর জন্য কোনও বিপদ থেকে উদ্ধার লাভ। মাসের শেষ দিকে ব্যবসার প্রতি একটু নজর দিন। কোনও বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে পারবেন।