Birth Chart

এপ্রিলে কোন রাশির প্রেম হবে গভীর? কাদের প্রেমে আসবে বিরহ? জেনে নিন

আগামী এপ্রিল মাসে বৃষ রাশিতে রাহু এবং মঙ্গলের একত্রিত অবস্থান। আগামী ১৪ এপ্রিল থেকে মঙ্গল মিথুন রাশিতে অবস্থান করবে।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২১ ০৮:০৪
Share:

মেষ রাশির সপ্তমপতি ১১ এপ্রিল মেষ রাশিতে এসে সপ্তম ক্ষেত্রে দৃষ্টি দান করবে, যা দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ।

আগামী এপ্রিল মাসে বৃষ রাশিতে রাহু এবং মঙ্গলের একত্রিত অবস্থান। আগামী ১৪ এপ্রিল থেকে মঙ্গল মিথুন রাশিতে অবস্থান করবে। বৃশ্চিক রাশিতে কেতুর অবস্থান। মকর রাশিতে শনি এবং বৃহস্পতি। বৃহস্পতি আগামী ৬ এপ্রিল থেকে কুম্ভে অবস্থান করবে। মীন রাশিতে অবস্থান করছে রবি, বুধ এবং শুক্র। রবি ১৪, বুধ ১৭ এবং শুক্র ১১ এপ্রিল থেকে মেষে অবস্থান করবে।

Advertisement

মেষ: মেষ রাশির সপ্তমপতি ১১ এপ্রিল মেষ রাশিতে এসে সপ্তম ক্ষেত্রে দৃষ্টি দান করবে, যা দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ। ১৪ এপ্রিল রবি মেষ রাশিতে আসবে। ফলে দাম্পত্য ক্ষেত্রে শুভ ফল দানের সঙ্গে সঙ্গে ক্রোধ, বাদানুবাদের আশঙ্কা থাকবে। শুভ প্রেমপ্রীতির ক্ষেত্র।

বৃষ: বৃষ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে মাসের প্রথম অর্ধ শুভ হলেও দ্বিতীয় অর্ধে তেমন ভাল ফল আশা করা যায় না। বিশেষ সচেতনতা অবলম্বন জরুরী বিপরীত লিঙ্গের চক্রান্ত বা ষড়যন্ত্র থেকে। প্রেমপ্রীতির ক্ষেত্রেও সচেতনতা অবলম্বন করা উচিত।

Advertisement

মিথুন: মিথুন রাশির দাম্পত্যের ক্ষেত্রে মধ্যম ফল আশা করা যায়। প্রেমপ্রীতির ক্ষেত্রও মধ্যম।

কর্কট: সপ্তম রাশি অধিপতির নিজক্ষেত্রে শুভ অবস্থানে শুভ ফল আশা করা যায় দাম্পত্য সুখের ক্ষেত্রে। প্রেমপ্রীতির ক্ষেত্রেও মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা।

সিংহ: সিংহ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে উল্লেখযোগ্য শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। শুভ প্রেমপ্রীতির ক্ষেত্রও।

কন্যা: দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। বিশেষ শুভ মাসের দ্বিতীয় অর্ধে। প্রেমপ্রীতির ক্ষেত্র শুভ।

তুলা: আগামী এপ্রিল মাস তুলা রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে মধ্যম ফল আশা করা যায়। শুভ প্রেমপ্রীতির ক্ষেত্র।

বৃশ্চিক: বৃশ্চিক রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র মধ্যম। বিপরীত লিঙ্গের ষড়যন্ত্রের থেকে সচেতনতা অবলম্বন জরুরী। সচেতনতা অবলম্বন জরুরী প্রেমপ্রীতির ক্ষেত্রেও।

ধনু: দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল আশা করা যায় ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে রাগ উত্তেজনা, বাদানুবাদ থাকবে। শুভ প্রেমপ্রীতির ক্ষেত্র।

মকর: মকর রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র মধ্যম। প্রেমপ্রীতির ক্ষেত্রেও খুব শুভ বলা যায় না।

কুম্ভ: কুম্ভ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে আগামী এপ্রিল মাসে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। শুভ প্রেমপ্রীতির ক্ষেত্র।

মীন: মীন রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র মাসের প্রথম অর্ধ শুভ হলেও দ্বিতীয় অর্ধে খুব শুভ ফল আশা করা যায় না। মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা। মধ্যম প্রেম প্রীতির ক্ষেত্র।

মহাদশা, অন্তর্দশা, জন্মকালীন গ্রহের অবস্থানের উপর ফলাফল পরিবর্তন হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement