Laxmi Puja

Kojagari Laxmi Puja 2021: কোজাগরী লক্ষ্মীপুজোর দিন এই টোটকাগুলো ভাগ্যকে মুঠোয় এনে দিতে পারে

কোজাগরী লক্ষ্মীপুজোর দিন ঘরে ঘরে আমরা মা লক্ষ্মীকে আরাধনা করি এবং নিজেদের সংসারকে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে রাখার কামনা করি।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২১ ০৮:২৮
Share:

প্রতীকী চিত্র।

কোজাগরী লক্ষ্মীপুজোর দিন ঘরে ঘরে আমরা মা লক্ষ্মীকে আরাধনা করি এবং নিজেদের সংসারকে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে রাখার কামনা করি। আমরা সকলেই চাই মা লক্ষ্মী যেন তাঁর সমস্ত কৃপা আমাদের ওপর বর্ষণ করেন। মা যাতে সারা বছর আমাদের ওপর তাঁর কৃপা বজায় রাখেন তাঁর জন্য কোজাগরী লক্ষ্মীপুজোর দিন করতে হবে টোটকাগুলো।

Advertisement

টোটকা

• কোজাগরী লক্ষ্মীপুজোর দিন মায়ের পুজোর সময় অবশ্যই ধানের শীষ রাখতে হবে।

Advertisement

• এই দিন লক্ষ্মীদেবীর কাছে কড়ি রাখলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়।

• কোজাগরী লক্ষ্মীপুজোর দিন পূর্ণিমা চলাকালীন পায়েস রান্না করে মায়ের সামনে ঢেকে রেখে দিন এবং পরের দিন সেই পায়েস বাড়ির সকল সদস্যরা খান। এর ফলে সংসারে আয় বৃদ্ধি পাবে।

• এই দিন সন্ধ্যাবেলা হাতে একটা লবঙ্গ এবং একটা এলাচ নিয়ে মায়ের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালুন আর ১০৮ বার লক্ষ্মী মন্ত্র জপ করুন। তার পর সেই লবঙ্গ এবং এলাচ হলুদ কাপড়ে মুড়ে ক্যাশবাক্সে রেখে দিন। এর ফলে সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে। মন্ত্র– ওঁ মহালক্ষ্মী দেবী নম।।

• এই দিন লক্ষ্মীপুজোর সঙ্গে অবশ্যই নারায়ণ পুজো করুন। এতে সারা বছর মায়ের কৃপা পাওয়া যায়।

• পূর্ণিমা চলাকালীন অবশ্যই তুলসী গাছের পুজো করবেন।

• এই দিন গঙ্গা স্নান করা এবং পূর্ণিমার সময় রাত জাগা অত্যন্ত শুভ।

• মা লক্ষ্মীর পুজোয় পদ্ম এবং অপরাজিতা ফুল অর্পণ করুন।

• এই দিন মা লক্ষ্মীকে ক্ষীরের মিষ্টান্ন প্রদান করুন। এটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়।

• অবশ্যই মনে রাখতে হবে এই দিন যেন বাড়িতে কোনও ভাবে ঝগড়া না হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement