যদি আঙুলের সমস্ত পর্ব বেশ লম্বা হয় তা হলে অত্যন্ত ধনবান হওয়া ইঙ্গিত করে।
চাকরি হোক বা ব্যবসা, সকলেই চান নিজের কাজকে উন্নতির উচ্চ শিখরে নিয়ে যেতে। কাজই হল আমাদের অর্থের মালিক হওয়ার আসল চাবিকাঠি। যে কোনও কাজের মাধ্যমে সমৃদ্ধশালী হওয়ার ইচ্ছা প্রায় সকলের মধ্যেই থাকে। কেউ খুব সফল হন, আবার কারও এই বিষয়ে একটু বিলম্ব হতে দেখা দেয়। শরীরের নানা অঙ্গ দেখে বলা যায় আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য বা আমাদের সম্পর্কে নানা তথ্য। ঠিক সে রকম আমাদের আঙুলের ধরন দেখে বলা যায় যে ছোট না বড় ঠিক কোন বয়সে প্রচুর অর্থের মালিক হওয়ার সম্ভাবনা আছে।
আঙুলের ধরন বিচার—
• যদি আঙুলের সমস্ত পর্ব বেশ লম্বা হয় তা হলে অত্যন্ত ধনবান হওয়া ইঙ্গিত করে।
• বুড়ো আঙুল অর্থাৎ বৃদ্ধাঙ্গুলির দুটো পর্বই যদি সমান হয় তা হলে প্রচুর সম্পত্তির মালিক হওয়া বোঝায়। এঁরা ব্যবসায় অত্যধিক উন্নতি করতে সক্ষম হন।
• অন্যান্য আঙুলের থেকে যদি অনামিকা অত্যধিক বেশি লম্বা হয় তা হলে আয় করতেজীবনে বিশেষ কোনও সমস্যা হয় না।
• কনিষ্ঠা এবং অনামিকার মধ্যে যদি খুব বেশি ফাঁক না থাকে তা হলে বুঝতে হবে জীবনে অর্থাগম বেশ ভালই হবে।
• মধ্যমা এবং তর্জনির মধ্যে যদি খুব বেশি ফাঁক থাকে তা হলে ছোটবেলায় আর্থিক কষ্ট পেতে হয়।
• যদি তর্জনি এবং মধ্যমার মধ্যে একটুও ফাঁক না দেখা যায় তা হলে প্রচুর অর্থের মালিক হওয়ার সম্ভাবনা থাকে।
• যাঁদের অনামিকা একেবারে সোজা এবং খুব বেশি লম্বা, তাঁরা আয় করার পথ খুব ভাল চেনেন।