কর্কট যদি আপনার বসের রাশি হয় (জুন ২২-জুলাই ২২): আপনার বসের রাশি যদি কর্কট হয়, তা হলে তিনি ভাবপ্রকাশে কিছুটা সংযত হবেন। তিনি সাবলীল ভাবে কথা বলেন, আর সব সময় সমন্বয় রেখে চলতে চান। নিজস্ব কায়দায় সবাইকে নিজের মতে আনার বিশেষ ক্ষমতা রয়েছে তাঁর। তিনি কিছুটা আবেগপ্রবণ ও সহানুভূতিসম্পন্ন। আপনার বস ভিতরে ভিতরে খুবই ঘরোয়া মানসিকতার। তিনি ঘরোয়া বা পারিবারিক ব্যাপারে আপনার মত জানতে চান। টিমওয়ার্ক তাঁর খুব পছন্দের। সব সময়েই তিনি চান এক জন পরামর্শদাতা বা টিম লিডার হয়ে কাজ করতে। অনেকে বস হিসেবে কর্কটের জাতককে সন্দেহের চোখে দেখে থাকেন। এটা কিন্তু ভুল ধারণা। এঁদের বস হওয়ার সুপ্ত গুণাবলী যথেষ্টই আছে। বস হিসেবে কর্কটের জাতক বেশ ডিমান্ডিং। তবে তাঁর এই চাওয়া সংযত সীমার মধ্যেই থাকে। বস হিসেবে আশা করেন, তাঁর অধীনস্থেরা তাঁর ইচ্ছাগুলো বুঝবে এবং সেই অনুযায়ী সহযোগিতা করে চলবে। কর্কটের বসেরা নিয়মের কড়াকড়ি অতটা পছন্দ করেন না। কাজের জায়গায় কর্কটের বসেরা অশান্তি পছন্দ করেন না। এঁরা চান সব কিছু যেন বিনা বাধায় চলে।
সিংহ যদি আপনার বসের রাশি হয় (জুলাই ২৩-অগস্ট ২৩): সিংহ রাশির বসেদের ব্যবহার ভাল হয়। এঁরা খুব উদার মানসিকতার এবং ডিমান্ডিং হন। এঁদের ব্যবহার বন্ধুত্বপূর্ণ এবং অকপট হয়। সিংহ রাশির বসেরা জন্ম থেকে নেতৃত্বদানের ক্ষমতা নিয়ে আসেন। তাই বস হিসেবে যেন সিংহের জন্যই চেয়ারটা নির্ধারিত থাকে। মালিক বা সিইও বা যে নামেই ডাকা হোক না কেন, কর্মীদের কাছে সিংহের বসের আকর্ষণ খুব বেশি। কর্মীরা সিংহের জাতককে বস হিসাবে সব সময় সাদরে গ্রহণ করে থাকেন। যত দিন এঁরা বস হিসেবে থাকেন, তত দিন কর্মচারীদের দাবিদাওয়া খুব নিরপেক্ষ ভাবে বিবেচনা করে থাকেন। কাউকে ভয় দেখানো, চাপ সৃষ্টি করা, সিংহ রাশির বসেরা করেন না।
আরও পড়ুন: কোন লগ্নের জন্য কোন গ্রহ শুভ, কোনটাই বা অশুভ, জেনে নিন
কন্যা যদি আপনার বসের রাশি হয় (অগস্ট ২৪-সেপ্টেম্বর ২২): আপনার বস যদি কন্যা রাশির অধীনে জন্মগ্রহণ করে থাকেন, তা হলে তিনি হবেন প্রাগম্যাটিক ও বাস্তববাদী। এঁরা অধীনস্থ কর্মীদের কাজ দেখেন না, দেখেন শুধু রেজাল্ট। এঁরা পরিসংখ্যানকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। তাই বস যখন আপনাকে ডাকবেন, তখন আপনার কাছে সব তথ্য থাকতে হবে। তবেই না বস আপনার কাজের গুরুত্ব বুঝবেন। এই রাশির বস খুব একটা অজুহাত পছন্দ করেন না। আপনার বস যদি কন্যার জাতক হন, তবে ভুল করেও তাঁকে সিমপ্যাথি দেখাতে যাবেন না। এতে হিতে বিপরীত হতে পারে। বরং বসের সামনে আপনি নিজেকে যতটা আবেগহীন দেখাতে পারবেন ততই লাভ। কন্যা রাশির বসেদের সময়জ্ঞান সাঙ্ঘাতিক। এঁদের সামনে আলস্য ভুল করেও দেখাবেন না। তাঁকে বোঝান, আপনি সর্বদা তাঁর হুকুম পালন করতে তৈরি।
তুলা যদি আপনার বসের রাশি হয় (সেপ্টেম্বর ২৩-অক্টোবর ২২): বস হিসেবে তুলা রাশির লোকেরা খুব জনপ্রিয় হয়। এঁদের স্টাইল হচ্ছে, সবার সঙ্গে খাপ খাইয়ে চলা এবং নরম ব্যবহার। সেই সঙ্গে এঁদের প্রচণ্ড আকর্ষণীয় ক্ষমতা রয়েছে। এঁদের ভিতরে সব সময় বস হিসেবে জনপ্রিয় হওয়ার আকাঙ্ক্ষা থাকে। সব সময় প্রশংসা পাওয়ার ইচ্ছা থাকে। ফলে এক শ্রেণির কর্মী সেটাকে কাজে লাগান, মিথ্যা প্রশংসা করে, নিজের স্বার্থ হাসিল করেন। তুলা রাশির বসেরা তখন নিজেরাই নিজেদের শত্রু হয়ে ওঠেন। তাই তুলার বসের অধীনে চাকরি করতে হলে আপনাকে অফিস পলিটিক্স জানতে হবে।