সব মানুষের মধ্যেই জীবনে সফল হওয়ার স্বপ্ন থাকে। এক জন মানুষ জীবনে সফল হওয়ার জন্য প্রচুর চেষ্টা করেন। কেউ প্রথম জীবনেই সাফল্য পান, আবার কারও সাফল্য আসে একটু বেশি বয়সে। জ্যোতিষশাস্ত্র মতে এক জন ব্যক্তির সম্পর্কে তাঁর রাশি দেখেই সব কিছু বলা যায়। মানুষের রাশির বিচারের মাধ্যমেই জানা যায় যে, তিনি কোন বিষয়ে উপার্জন করবেন। কোন বিষয়কে পেশা হিসেবে গ্রহণ করবেন বা কোন বয়সে তাঁর জীবনে উন্নতি আসবে।
দেখে নেওয়া যাক রাশি হিসাবে কোন বয়সে সাফল্য আসে—
মেষ: মেষ রাশির জাতক-জাতিকার জীবনে সাফল্য আসে ১৬, ২২, ২৬, ৩৬ বছর বয়সে।
বৃষ: বৃষ রাশির জীবনে সাফল্য আসে সাধারণত ২২, ৩২, ৩৬, ৪৩ বছর বয়সে।
মিথুন: মিথুন রাশির জীবনে সাফল্য আসে সাধারণত ২২, ৩২, ৪২ ও ৪৫ বছর বয়সে।
কর্কট: কর্কট রাশি জাতক-জাতিকার সাফল্য আসে সাধারণত ১৫, ২৩, ২৯ ও ৩২ বছর বয়সে।
আরও পড়ুন: একটি সুপারির মধ্যে এত গুণ রয়েছে জানলে অবাক হবেন
সিংহ: সিংহ রাশির সাফল্য আসে সাধারণত ১৬, ২২, ২৮ ও ৩২ বছর বয়সে।
কন্যা: কন্যা রাশির জীবনে সাফল্য আসে সাধারণত ১৭, ১৯, ২৫, ৩৫, ৩৬ বছর বয়সে।
তুলা: তুলা রাশির জীবনে সাফল্য আসে সাধারণত ২৪, ২৫, ৩২, ৩৫ ও ৩৬ বছর বয়সে।
বৃশ্চিক: বৃশ্চিক রাশির ক্ষেত্রে জীবনে সাফল্য আসে সাধারণত ২২, ২৪, ২৮ ও ৪১ বছর বয়সে।
ধনু: ধনু রাশির জীবনে সাফল্য আসে সাধারণত ১৮, ২৪, ৩৩ বছর বয়সে।
মকর: মকর রাশির জীবনে সাফল্য আসে সাধারণত ২৭, ৩৩, ৩৫ ও ৩৭ বছর বয়সে।
কুম্ভ: কুম্ভ রাশির জীবনে সাফল্য আসে সাধারণত ২৬, ২৯, ৩৬, ৩৯ বছর বয়সে।
মীন: মীন রাশির জীবনে সাফল্য আসে সাধারণত ১৬, ২২, ২৮, ৩৩ ও ৪৪ বছর বয়সে।