আপনার সপ্তম ভাব ও সপ্তম পতি কোন গ্রহ এবং শুক্র জন্মছকের কোথায় অবস্থান করছে তা থেকেই জানা যাবে আপনার কোন দিকে বিবাহ হবে। আর সপ্তম ভাব কোন রাশিতে পড়েছে তা থেকে জানা যাবে দূরে না কাছে কোথায় বিবাহ হবে।
(১) আপনার সপ্তম ভাব যদি বৃষ, সিংহ, বৃশ্চিক বা কুম্ভ হয়, তা হলে আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন তার কাছাকাছি কোনও শহরে আপনার শ্বশুরবাড়ি হবে বোঝায়।
(২) আপনার সপ্তম ভাব যদি মিথুন, কন্যা, ধনূ, বা মীন হয়ে থাকে, তা হলে একই শহরে বা গ্রামে বা কাছাকাছি কোনও পাড়ায় বিয়ে হবে।
(৩) আপনার সপ্তম ভাবে যদি মেষ, কর্কট, তুলা, বা মকর হয়, তা হলে খুব দূর দেশে বিবাহ হবে।
(৪) আপনার সপ্তম ভাব যদি মেষ, সিংহ, ধনু হয় তবে পূর্ব দিকে বিবাহ হবে।
(৫) আপনার সপ্তম ভাব যদি বৃষ, কন্যা, মকর হয় তবে দক্ষিণ দিকে বিবাহ হবে।
(৬) আপনার সপ্তম ভাব যদি মিথুন, তুলা, কুম্ভ হয়,তবে পশ্চিম দিকে বিবাহ হবে।
(৭) আপনার সপ্তম ভাব যদি কর্কট, বৃশ্চিক বা মীন হয়ে থাকে, তা হলে উত্তর দিকে বিবাহ হয়।
(৮) সপ্তমে রবি-পূর্ব দিকে।
(৯) সপ্তমে বুধ-উত্তর দিক।
(১০) সপ্তমে শুক্র –দক্ষিণ পূর্ব দিকে।
(১১) সপ্তমে শনি- পশ্চিম দিকে।
(১২) সপ্তমে বৃহস্পতি- উত্তর-পূর্ব দিকে।
(১৩) সপ্তমে রাহু-দক্ষিণ-পশ্চিম দিকে।
(১৪) সপ্তমে কেতু- উত্তর-পশ্চিম দিকে।
(১৫) সপ্তম পতি লগ্নে থাকলে ঘটক হবে খুবই ঘনিষ্ঠ কোনও আত্মীয় বা নিজের পছন্দের।
(১৬) সপ্তম পতি দ্বিতীয়ে থাকলে ঘটক হয় পেশাদার বা কোনও আগন্তুক।
(১৭) সপ্তম পতি তৃতীয়ে থাকলে খবরের কাগজ বা ইন্টারনেট বা প্রতিবেশী বা কাকা-জ্যাঠা ইত্যাদি।
(১৮) সপ্তম পতি চতুর্থে- এখানে ঘটক যে হবে তার সঙ্গে মা বা মামার বাড়ির দিকের সম্পর্ক থাকবে।
(১৯) সপ্তম পতি পঞ্চমে থাকলে প্রেম করে বিয়ে হয়।
(২০) সপ্তম পতি ষষ্ঠে থাকলে ঘটক হবে মামা, মাসি বা মামা সম্পর্কিত কেউ।
(২১) সপ্তম পতি সপ্তমে থাকলে ঘটক হয় বাবার দিকে কেউ, বা পিসি বা জ্যাঠা, কাকা।
(২২) সপ্তম পতি অষ্টমে থাকলে ঘটক হয় পেশাদার বা কোনও আগন্তুক।
(২৩) সপ্তম পতি নবমে থাকলে ঘটক হবে অফিসের কোনও কলিগ বা কর্মস্থলের কেউ বা বাবা বা বাবার কোনও ঘনিষ্ঠ কেউ।
(২৪) সপ্তম পতি একাদশে থাকলে ঘটক হবে বন্ধু, দাদা বা দিদির ঘনিষ্ঠ কেউ।
(২৫) সপ্তম পতি দ্বাদশে থাকলে ঘটক হবে আত্মীয় বাদে পরিচিত কেউ।