আপনার জন্ম তারিখ ৫ অক্টোবর ১৯৫৫ হলে, আপনার মানি বা অর্থ সংখ্যা হবে ৫ এবং ৮।
এ বার আমরা জানব কী ভাবে ৫ এবং ৮ এল?
জন্মদিন সংখ্যা=৫ অক্টোবর= ৫
জন্মতারিখ সংখ্যা= ৫/১০/১৯৫৫=৫+১+০+১+৯+৫+৫= ২৬=২+৬=৮
আপনার অর্থ সংখ্যা হবে ৫ এবং ৮
আপনার জন্মদিন বা জন্মতারিখ সংখ্যা ৬ হলে, আপনি খুব অল্প বয়স থেকেই আয় শুরু করবেন। কারণ ৬ সংখ্যার সঙ্গে অর্থের নিবিড় যোগ। কী থেকে আয় হবে এটা কোনও বড় কথা নয়। আপনি চাকরি বা ব্যবসা বা অন্য যাই কিছু করুন না কেন, সব থেকেই আয় হবে। আপনার জীবনে আয়ের থেকে বড় সমস্যা, জন্মান্তরবাদের নিয়মে পূর্ব জীবনের ঋণ এই জীবনে আপনাকে শোধ করতেই হবে। এর থেকে রেহাই নেই।
আপনার জন্মদিন বা জন্মতারিখ সংখ্যা ৭ হলে, আপনি ভালই রোজগার করবেন। তবে আপনি আয় করতে গিয়ে অনেক সময় খুব বেশি ঝুঁকি নিয়ে ফেলেন, যার ফলে অনেক টাকা গুনাগার দিতে হয়। মনে রাখতে হবে সাত কোনও স্পেকুলেটিভ সংখ্যা নয়। তাই ভুলেও ঝুঁকি নেবেন না। তার উপর সাত কিছুটা আধিভৌতিক সংখ্যা, জাগতিক সংখ্যা নয়। কিন্তু অর্থ হচ্ছে জাগতিক বস্তু।
আরও পড়ুন: টোটকার মাধ্যমে সন্তানের পড়াশোনার উন্নতি
আপনার জন্মদিন বা জন্মতারিখ সংখ্যা ৮ হলে আর চিন্তা কী! আট পুরোপুরি অর্থ আয়ের সংখ্যা। এই বাস্তব জগতকে কেউ যদি ঠিক করে বুঝে থাকে, তিনি হলেন আপনি। প্রথম জীবনে খুব কষ্ট করে ও কঠোর পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে আয় করতে হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আয় বাড়তে থাকে আর কষ্টও কমতে থাকে। আপনারা বড় সংস্থা, ব্যাঙ্ক, বিমা, প্রমোটারি থেকে আয় করে থাকেন।
আরও পড়ুন: জন্ম দিন থেকে জেনে নিন আপনার আয় কেমন হবে (প্রথম অংশ)
আপনার জন্মদিন বা জন্মতারিখ সংখ্যা যদি ৯ হয়ে থাকে, তা হলে আপনার কাছে খুব অল্প বয়স থেকে চুম্বকের মতো অর্থ আসবে। চাকরি বা ব্যবসা দুটোই আপনার কাছে আয়ের পথ। সবচেয়ে বড় সমস্যা, অর্থ আপনার কাছে আসতে চাইছে কিন্তু আপনি অর্থ আয়ে তত মনোযোগী হচ্ছেন না। আপনারা সব সময় বড় কিছু করতে চান, যেমন পরের উপকার, সমাজসেবা, দাতব্য প্রতিষ্ঠান চালানো ইত্যাদি।