জন্মতারিখ বলে দেবে আপনি পূর্বজন্মে কী ছিলেন (প্রথম অংশ)

পুর্ব জীবনে আপনি খুব বড় হৃদয়ের গুরু প্রকৃতির ব্যক্তি ছিলেন। সকল মানুষের ভাল করে বেরাতেন।  যে সমাজ বা পরিবেশে থাকতেন, সেখানে আপনার খুব প্রভাব, প্রতিপত্তি ছিল।

Advertisement

কৃষ্ণপ্রেম

শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৯ ০০:০০
Share:

আপনার জন্মদিন ১৪ জুলাই থেকে ২৮ জুলাই, ২৩ সেপ্টম্বর থেকে ২৭ সেপ্টম্বর, ৩ অক্টোবর থেকে ১৭ অক্টোবর হলে:

Advertisement

পূর্ব জীবন: পুর্ব জীবনে আপনি খুব বড় হৃদয়ের গুরু প্রকৃতির ব্যক্তি ছিলেন। সকল মানুষের ভাল করে বেরাতেন। যে সমাজ বা পরিবেশে থাকতেন, সেখানে আপনার খুব প্রভাব, প্রতিপত্তি ছিল। আপনি সবসময় যারা দুর্বল, সহায়হীন তাদের দিকেই ছিলেন, তাদের হয়ে লড়াই করতেন। প্রকৃত অর্থে আপনি সত্যিকারের শিক্ষক, বা সমাজসেবী ছিলেন। আপনি ছিলেন ত্রাণকর্তা। অনেকে আপনাকে রক্ষাকর্তা হিসাবে দেখত।

বর্তমান জীবন: এই জীবনে আপনি সেই অর্থে একাকিত্ব ভালবাসেন না। প্রয়োজনে যারা অর্থ বা অন্যান্য দিক থেকে দুর্বল বা সহায় সম্বলহীন, তাদের আপনার সামর্থ্য অনুযায়ী সাহায্য করে থাকেন। সেই অর্থে আপনি কিন্তু এই জীবনে মোটেই সামাজিক নন। বরং অনেকটাই নিজেকে নিয়েই থাকেন। এই জীবনে আপনি খুব ভালভাবেই জানেন কী ভাবে আপনার চাওয়া ও পাওয়াগুলিকে পূর্ণ করতে হয়। এই জীবনে প্রেম বা ভালবাসার ক্ষেত্রে আবেগের চেয়ে যুক্তি বেশি গ্রহণযোগ্য।

Advertisement

আরও পড়ুন: ধর্মীয় উপাসনায় সাকার প্রতীক ঘট কী জানেন?

আপনার জন্মদিন জানুয়ারি ২২ থেকে জানুয়ারি ৩১ পর্যন্ত, সেপ্টম্বর ৮ থেকে সেপ্টম্বর ২২ পর্যন্ত হলে:

পূর্ব জীবন: পূর্ব জীবনে আপনার শখ ছিল ভ্রমণ সংক্রান্ত ছবি আঁকা। এই ব্যাপারে আপনার বেশ নামডাক ছিল। আপনি ট্রাভেলিং আর্টিস্ট ছিলেন।আপনার মধ্যে প্রবলভাবে ফ্যান্টাসি কাজ করত। আপনার সেই প্রতিভা বা গুণ ছিল যা দিয়ে অন্য সকলকে আনন্দ দিতে পারতেন। আপনি প্রকৃত অর্থেআকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন। আপনার প্রচুর ফ্যান ছিল।

বর্তমান জীবন: এই জীবনে আপনি একজন স্পর্শকাতর ব্যক্তি। কিন্তু আপনি সেই স্পর্শকাতর ভাবটাকে অতি গোপনে লুকিয়ে রাখেন, যাতে কেউ আপনাকে বুঝতে না পারে। লুকিয়ে রাখেন আপনার ভিতরকার সেই অ্যাডভেঞ্চারপ্রিয় মনটাকে। আপনি কিন্তু এই জীবনে এক স্থানে এক সঙ্গীর সঙ্গেই নিজেকে আটকে রেখেছেন। এই জীবনে আপনার ধারালো বুদ্ধি ও বিচার শক্তির সাহায্যে আপনি আপনার যে কোনও সমস্যা সহজেই সমাধান করে থাকেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement