প্রতীকী চিত্র।
বাবা-মায়েদের কাছে সব থেকে চিন্তার বিষয় হল তাঁদের সন্তানের অবাধ্য হয়ে যাওয়া। সন্তানের কিছু কিছু কাজের জন্য বাবা-মায়ের মুখ যেমন উজ্জ্বল হয়, ঠিক তেমনই সন্তান বেপরোয়া হয়ে গেলে বাবা-মাকে অপদস্তও হতে হয়। অনেক সময় সন্তান হঠাৎ যেন পাল্টে যায়। এই বদলে যাওয়া নানা কারণে হতে পারে। তার সঠিক কারণ আমরা হয়তো খুঁজে পাই না। এ ক্ষেত্রে বিশেষ একটি কাজের মাধ্যমে আমরা উপকৃত হতে পারি। এই কাজটি যে কোনও বয়সের সন্তানের জন্য করা যেতে পারে।
কাজটি কী?
আমরা সকলেই জানি যে তুলসীপাতা অত্যন্ত শুভ। এই পাতা দিয়ে নানা রকম শুভ কাজ করা হয়। তুলসীপাতা ব্যবহার করলে কাজে সাফল্য পেতে সময় লাগে না। এই কাজটি করতে প্রয়োজন তুলসীপাতা, বাতাসা এবং গঙ্গাজল।
কী করতে হবে—
একটা তুলসীপাতা ভাল করে গঙ্গাজলে ধুয়ে নিয়ে তার সঙ্গে একটা বাতাসা দিয়ে ভগবান গোপীনাথের নাম করে সন্তানকে খাইয়ে দিতে হবে এবং মনে মনে ভগবানের কাছে নিজের সন্তানের জন্য প্রার্থনা করতে হবে। এই কাজটি প্রতি দিন করতে পারলে ভাল হয়। যদি তা সম্ভব না হয়, সপ্তাহে চার দিন করলেও খুব দ্রুত এর শুভ ফল পাওয়া যাবে।
এ ছাড়া চেষ্টা করুন সকালে ঘুম থেকে উঠে সন্তানকে প্রতি দিন তুলসীগাছে জল দেওয়ানোর অভ্যাস করার।