জীবনে প্রচুর টাকার মালিক হওয়ার স্বপ্ন দেখেন না, এই রকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল। অভাব কাটিয়ে একটু স্বচ্ছল হওয়ার জন্য মানুষের চেষ্টার কোনও শেষ নেই। আমরা সকলেই চাই যে, আমাদের কাছে এমন পরিমাণ অর্থ থাক, যা দিয়ে আমরা যা ইচ্ছা তাই করব বা যা ইচ্ছা তাই কিনব। তবে এই রকম শখ কারও পূরণ হয়, কারও আবার শখই থেকে যায়।
আবার অনেক ক্ষেত্রে দেখা যায়, কারও ব্যবসা খুব ভাল চলছে, তো কারও ব্যবসায় মন্দা লেগেই আছে। আবার কেউ দেনার দায়ে এতটাই ডুবে রয়েছেন যে, কোনও কাজেই সাফল্য আসছে না।
কিন্তু যদি বাস্তুশাস্ত্র মেনে আমরা কিছু টোটকা সঠিক নিয়মে পালন করি, তা হলে আমাদের জীবনে অভাব অনটন অনেকটা কমে যাবে। বাস্তু আমাদের জীবনে নানা রকম সমস্যার সমাধান করতে পারে। ঠিক যেমন পাপোসের নীচে এক টুকরো ফিটকিরি রাখার টোটকা আমাদের জীবনের অর্থের অভাব থেকে মুক্তি দিতে পারে।
আরও পড়ুন: ধনী হতে চান? পর পর ৪৩ দিন বালিশের নীচে এই জিনিসটি রাখুন
প্রত্যেক বাড়িতেই পাপোস রাখা হয় পায়ের ধুলো পরিষ্কার করার জন্য। কিন্তু বাস্তু মতে, পাপোস ব্যবহার করা হয় শুধু ধুলো পরিষ্কার করার জন্য নয়। বাড়ির বা বাইরের লোকেদের সঙ্গে যে নেতিবাচক শক্তি প্রবেশ করে, তা যাতে ঘরের ভেতর প্রবেশ করতে না পারে, সেটাও পাপোসের অন্যতম কাজ। যে বাড়ির সদর দরজায় পাপোস থাকে না, সেই বাড়িতে অভাব অনটন পিছু ছাড়ে না। তাই বাড়ির প্রত্যেকটি দরজায় পাপোস রাখা অত্যন্ত জরুরী।
পাপোস বাড়ির সদর দরজায় বা সমস্ত দরজায় রাখতে পারেন। এই পাপোসের নীচে এক টুকরো ফিটকিরি কালো কাপড়ে মুড়ে যে কোনও শনিবার বা যে কোনও একাদশীর দিন রাখুন আর দেখুন কী ভাবে অভাব দূরে সরে গিয়ে রাতারাতি অর্থ আসতে শুরু করবে। তবে পাপোসের রং সবুজ হলে বেশি ভাল হয়।